Read in English
This Article is From Aug 05, 2019

Kashmir News: জম্মু ও কাশ্মীরের ঘোষণার আগে কীভাবে প্রস্তুতি নিয়েছিল বিজেপি

এই প্রক্রিয়ার শুরু হয় কেন্দ্রীয় প্রতিরক্ষা বাহিনী বা CRPF সেনা মোতায়েনের মধ্যে দিয়ে। অন্তত ৪৩০ কোম্পানি অর্থাৎ ৪৩,০০০ CRPF সেনা মোতায়েন করা হয় ।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

রবিবার গভীর রাতে মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রীনগর:

এগারো দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) জম্মু ও কাশ্মীরের (J&K) আধিকারিকদের একটি ‘ডেডলাইন' দিয়েছিল— ৫ আগস্ট, ২০১৯। তার আগেই রাজ্যে বিপুল পরিমাণে আধা সামরিক সেনা মোতায়েন করার কথা বলা হয়েছিল যাতে ৩৭০ ধারা বাতিল করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও অসন্তোষ প্রদর্শিত হলে তার মোকাবিলা করা যায়। NDTV-কে এক সূত্র একথা জানিয়েছে। জম্মু ও কাশ্মীরের বর্ষীয়ান আধিকারিকরা জানতেন কী হতে চলেছে। তাঁরা কেবল ঘোষণাটির অপেক্ষায় ছিলেন সোমবার।

সোমবার দুপুর দু'টোর মধ্যে রাজ্য প্রশাসন তৈরি হয়ে গিয়েছে।

‘‘ঐতিহাসিক ভুল সংশোধিত হল'': ৩৭০ ধারা বাতিলের পরে জানালেন অরুণ জেটলি

Advertisement

জম্মু ও কাশ্মীর সরকারের বর্ষীয়ান আধিকারিকরা NDTV-কে জানিয়েছেন, গৃহীত পদক্ষেপ অভূতপূর্ব এবং ১৯৭১ সালের পর থেকে এমন পদক্ষেপ আর করা হয়নি। সেই বছর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল, যার ফলে পূর্ব পাকিস্তান থেকে জন্ম হয়েছিল স্বাধীন দেশ বাংলাদেশের।

এই প্রক্রিয়ার শুরু হয় কেন্দ্রীয় প্রতিরক্ষা বাহিনী বা CRPF সেনা মোতায়েনের মধ্যে দিয়ে। রবিবার সন্ধের মধ্যে অন্তত ৪৩০ কোম্পানি অর্থাৎ ৪৩,০০০ CRPF সেনা  মোতায়েন করা হয় রাজ্যে।

Advertisement

Jammu And Kashmir LIVE Updates: বন্ধ মোবাইল ও ল্যান্ডলাইন পরিষেবা, রাজ্যের বহু এলাকায় জমায়েত নিষিদ্ধ

সম্প্রতি প্রাপ্ত জি-১৭ গ্লোবমাস্টার বিমানে করে ওই সেনাদের নিয়ে আসে বায়ুসেনা। বায়ুসেনা আধিকারিকরা জানিয়েছেন, প্রায় যুদ্ধকালীন তৎপরতায় এক সপ্তাহেরও কম সময়ে একশোটিরও বেশি পদক্ষেপ করেছে বায়ুসেনা। সারা দেশ থেকে জওয়ানদের উড়িয়ে আনা হয় জম্মু ও কাশ্মীরে।

Advertisement

রবিবার গভীর রাতে মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার রাত এগারোটার পরে শ্রীনগরের অধিকাংশ অঞ্চলের মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ হয়ে যায়। মোবাইল ফোনের পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়ে। সোমবার ভোর ৪টের মধ্যে ল্যান্ডলাইন পরিষেবাও বন্ধ হয় শ্রীনগরের বেশ কিছু অঞ্চযাতে কোনও প্রতিহিংসামূলক প্রতিক্রিয়া তৈরি না হয়।

এই পরিস্থিতিতে স্যাটেলাইট ফোনের মাধ্যমেই নিজেদের মধ্যে যোগাযোগ রাখে নিরাপত্তা বাহিনী। ওয়ারলেস সংযোগই এই মুহূর্তে যোগাযোগের মূল মাধ্যম।

Advertisement

আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হলে, বিশেষ করে দাঙ্গা বিষয়ে সতর্কতার পদক্ষেপ হিসেবে ৬০ জন অতিরিক্ত স্পেশাল ম্যাজিস্ট্রেটকে রাজ্যে নিয়ে আসা হয়েছে। এঁদের বলা হচ্ছে ‘মোবাইল ম্যাজিস্ট্রেট'। দ্রুত গ্রেফতারি কার্যকর করা ও নিরাপত্তা বাহিনীকে সহায়তা করার জন্যই তাঁদের নিয়োগ করা হল।

বৃহত্তর শ্রীনগরে যাঁদের গ্রেফতার করা হবে তাঁদের অন্তত ছ'টি কারাগারে বন্দি রাখার ব্যবস্থা করা হয়েছে বিপুল সংখ্যক গ্রেফতারির সম্ভাবনার কথা মাথায় রেখে।

Advertisement

রাজ্যের যে সমস্ত চিকিৎসকরা এই মুহূর্তে ডিউটিতে নেই, তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে যে কোনও সময় ডাকা হতে পারে বলে।

শুক্রবার অমরনাথ যাত্রা স্থগিত করে দেওয়ার পর সমস্ত তীর্থযাত্রী ও পর্যটকদের রাজ্য ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তারপর থেকেই রাজ্যের সমস্ত অতিথি নিবাস বন্ধ রাখা হয়েছে।

তাছাড়া এই প্রথম বার শ্রীনগরের রাজ্য প্রশাসন ভিনরাজ্যের সাংবাদিকদের তাঁদের হোটেল থেকে বেরিয়ে এসে সরোবর পোর্টিকো হোটেলে উঠতে বলে, যা মধ্য শ্রীনগরে অবস্থিত কড়া নিরাপত্তা ব্যবস্থাসম্পন্ন।

সরকারি আধিকারিকরা জানিয়েছেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাংবাদিকদের সুরক্ষা দিতে। রেডিও কাশ্মীর ও নিশাত গার্ডেনসের মধ্যবর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ব্যাঙ্কে যথেষ্ট পরিমাণে টাকা রাখা হয়েছে। জ্বালানিও যথেষ্ট পরিমাণে মজুত রাখা হয়েছে। 

কতদিন এমন চলবে, সে সম্পর্কে বর্ষীয়ান সরকারি আধিকারিক জানাচ্ছেন, ‘‘আশা করা যায় এটা দীর্ঘ সময় থাকবে।'' অন্তত ১৫ আগস্ট পর্যন্ত তা চলবে বলে মনে করা হচ্ছে।

Advertisement