Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) শ্রীনগর এলাকায় এক দোকানদারকে গুলি করে খুন কর এক সন্দেহভাজন জঙ্গি, এমনটাই জানিয়েছে পুলিশ। পারিমপুরা এলাকায় এই ঘটনা ঘটেছে। দোকানদারের বয়স হয়েছিল ৬০ বছর। গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওই ব্যবসায়ীকে গুলি করা হয়। আততায়ীদের খোঁজার চেষ্টা করছে পুলিশ। জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার পর থেকে সেখানে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। একাধিক নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি ফোন ও ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।
অক্টোবরে নির্ধারিত জম্মু ও কাশ্মীরে শিল্প সম্মেলন বাতিল: সূত্র
গত সপ্তাহে কিছু ল্যান্ডলাইন পরিষেবা চালু করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে জানিয়েছে সরকার, তবে এই কড়াকড়ির ফলে সেখানকার বাসিন্দারা ক্রুদ্ধ এবং হতাশ।