This Article is From Sep 26, 2019

"৫ অগাস্টের আগে কাশ্মীরে জগাখিচুড়ি ছিল": ৩৭০ অনুচ্ছেদ রদে বললেন এস জয়শঙ্কর

Jammu and Kashmir: কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন যে, "কাশ্মীরে ৫ অগাস্ট থেকে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের ফলে বিভিন্ন সমস্যার মোকাবিলা করা যাবে বলেই মনে করা হচ্ছে"

S Jaishankar on Kashmir: জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের আগে প্রায়ই অশান্তি লেগে থাকতো সেখানে(ফাইল)

নিউ ইয়র্ক:

"৫ অগাস্টের আগে কাশ্মীরে জগাখিচুড়ি অবস্থা ছিল":৩৭০ অনুচ্ছেদ (Article 370) রদ প্রসঙ্গে এমনটাই বললেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর । সেই সঙ্গে তিনি আরও বলেন, ৫ অগাস্ট এই পদক্ষেপের ঘোষণার পর থেকে যে সুরক্ষা স্বার্থে যে নিষেধাজ্ঞাগুলি জারি করা হয়েছিল তার ফলেই প্রাণহানি রোধ করা সম্ভব হয়েছে, নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিদেশমন্ত্রীর (S Jaishankar) ওই মন্তব্য এমন সময়ে করছেন যখন মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে যোগ দিতে সেখানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিশ্বের তাবড় নেতারা। "২০১৬ সালে আমাদের অভিজ্ঞতা হয় বুরহান ওয়ানি নামে  স্ব-ঘোষিত এক সন্ত্রাসবাদীকে হত্যা করার পর কীভাবে সেখানে (Jammu and Kashmir) হিংসার পরিস্থিতি শুরু হয়। আমাদের উদ্দেশ্য ছিল প্রাণহানি ছাড়াই এই পরিস্থিতি পরিচালনা করা (অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সিদ্ধান্তের পরে) এবং নিষেধাজ্ঞাগুলি সেই জন্যেই সেখানে জারি করা হয়েছিল",  ভারতের প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত ফ্র্যাঙ্ক জি উইসনারের সঙ্গে এক কথোপকথনের সময় ওই কথা বলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী।

৩৭০ ধারা নিয়ে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের অনুরোধ প্রধানমন্ত্রী মোদির

"গত ৩০ বছরে প্রায় ৪২,০০০ মানুষ মারা গেছে। সেখানে ভয় দেখানোর মাত্রা এমন উচ্চতায় পৌঁছেছিল যে, শ্রীনগরের রাস্তায় প্রবীণ পুলিশ আধিকারিকদের পর্যন্ত লাঞ্ছিত হতে হয়। বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে যারা লিখেছেন সেই সাংবাদিকদের হত্যা করা হয়, এমনকি ঈদে বাড়ি ফেরা সামরিক আধিকারিকদের পর্যন্ত অপহরণ করে হত্যা করা হয়। সুতরাং, ৫ অগাস্টের আগেই কাশ্মীর নানা বিড়ম্বনায় জড়িয়ে । অর্থাৎ কাশ্মীরে এই অসুবিধা ৫ অগাস্ট থেকে শুরু হয়নি,  বরং এই সমস্যাগুলি মোকাবিলা করতেই ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়", বলেন বিদেশমন্ত্রী।

এস জয়শঙ্কর বলেন যে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল হয়েছে এবং অনেক বিধিনিষেধ শিথীল করা হয়েছে; তিনি বলেন, ল্যান্ডলাইন এবং কয়েকটি মোবাইল পরিষেবাও পুনরুদ্ধার করা হয়েছে এবং ব্যবসায়িক কাজকর্ম আবার শুরু হয়েছে।

"বিড়ম্বনা": মোদির ৩৭০ ধারা নিয়ে মন্তব্যের বিষয়ে বললেন মুফতি কন্যা

"ওই রাজ্যে কাজকর্ম স্বাভাবিক রাখতে বিশেষ প্রচেষ্টা চালানো হচ্ছে। এটি আপেলের মরশুম। সেখান থেকে আপেল কেনার চেষ্টা করা হচ্ছে সরকারের তরফেই, যাতে কৃষকরা এই পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ না হন," তিনি বলেন।

অগাস্টের প্রথম দিকে, কেন্দ্র জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সমাপ্ত করে বলেছিল যে এই পদক্ষেপটি রাজ্যের মানুষদের দেশের অন্যান্য মানুষের মতোই সাংবিধানিক সুবিধা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে সহায়তা করবে। তবে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নিয়ে কোনও ঝামেলা বা বিক্ষোভ রোধ করার লক্ষ্যে মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লা সহ সেখানকার কয়েকশ অন্যান্য রাজনীতিকেও গ্রেফতার করে রাখা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক দুনিয়ায় যতই রাজনৈতিক মেরুকরণ করার চেষ্টা করুক না কেন ভারত বারবারই স্পষ্ট জানিয়েছে যে কাশ্মীরের বিষয়ে মোদি সরকার যে সাংবিধানিক পরিবর্তন করেছে তা কঠোরভাবে একটি অভ্যন্তরীণ বিষয়। নয়া দিল্লির এই সিদ্ধান্তকে সমর্থন করেছে বিশ্বের বহু দেশ।

দেখে নিন সেরা খবরগুলি:

.