"আমরা আগামী মাসে আন্নার জন্মদিন উদযাপন করতে যাচ্ছি...'': এমডিএমকে প্রধান ভাইকো
চেন্নাই: জম্মু ও কাশ্মীর নিয়ে টালমাটাল পরিস্থিতির মধ্যেই বিতর্ক দানা বাঁধল এমডিএমকে প্রধান ভাইকোর মন্তব্যে।সোমবার এমডিএমকে প্রধান ভাইকো বলেন যে দেশ (India) যখন তার স্বাধীনতার শততম বছর (100th Independence Day) উদযাপন করবে তখন কাশ্মীর (Kashmir) আর ভারতের থাকবে না। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি (MDMK chief Vaiko) বলেন, "ভারত (India) যখন তার স্বাধীনতার শততম বছর উদযাপন করবে (100th Independence Day) তখন কাশ্মীর আর ভারতের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না। ওঁরা (বিজেপি) কাশ্মীরকে (Kashmir) কাদার মধ্যে তলিয়ে দিয়েছে। আমি এর আগেও কাশ্মীর সম্পর্কে আমার মতামত প্রকাশ করেছি I কাশ্মীর সমস্যার জন্যে ৭০ শতাংশ দায়ী বিজেপি ও ৩০ শতাংশ দায়ী কংগ্রেস" ।
ট্রাম্পের কাশ্মীর মধ্যস্থতার প্রস্তাব "বিবেচনার মধ্যে নেই": বললেন ভারতীয় রাষ্ট্রদূত
ভাইকো (MDMK chief Vaiko) আরও বলেন যে তাঁর দল প্রয়াত মুখ্যমন্ত্রী ও ডিএমকের প্রতিষ্ঠাতা সি এন আন্নাদুরাইয়ের ১১০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করবে, যা ‘আন্না' নামে খ্যাত হবে।
"আমরা আগামী মাসে আন্নার জন্মদিন উদযাপন করতে যাচ্ছি আর সেই উপলক্ষে আমরা একটি জনসভারও আয়োজন করতে চলেছি । আজ আমি সেই সভামঞ্চটি কীভাবে নির্মাণ করা হচ্ছে এবং সভাস্থলটির সামগ্রিক অবস্থা খতিয়ে দেখতে এসেছি," বলেন এমডিএমকে প্রধান ভাইকো (MDMK chief Vaiko)।
“লাদাখ, জম্মু ও কাশ্মীরের জন্য ঘোষণা, তৈরি হবে টাস্ক ফোর্স": মুকেশ আম্বানি
গত সপ্তাহেই জম্মু ও কাশ্মীরে (Kashmir) বিশেষ মর্যাদার অবলুপ্তি ঘটিয়ে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার ঘোষণা করে মোদি সরকার। যদিও এই সিদ্ধান্তের প্রতিবাদ করে প্রতিবেশী দেশ পাকিস্তান, তাঁরা জানায় যে এ ব্যাপারে রাষ্ট্রসঙ্ঘের দ্বারস্থ হবে তাঁরা।