এ প্রসঙ্গে এক পুলিশ আধিকারিকের প্রসঙ্গও উত্থাপন করেন প্রাক্তন মন্ত্রী।
হাইলাইটস
- ২০১০ সালে আইএএস পরীক্ষায় প্রথম হন শাহ ফয়সল
- গোটা পৃথিবী ফয়সলের দুঃখ বুঝতে পারবেঃ পি চিদম্বরম
- আইএএস আধিকারিকেরব পদত্যাগের প্রসঙ্গ তুলে কেন্দ্রকে বিঁধলেন চিদম্বরম
New Delhi: কাশ্মীরে অকারণে মানুষ খুন এবং ভারতীয় মুসলমানদের দমন করার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন ২০১০ সালে আইএএস পরীক্ষায় প্রথম শাহ ফয়সল। এই বিষয়টিকে হাতিয়ার করে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম । তিনি বলেন গোটা পৃথিবী ফয়সলের দুঃখ বুঝতে পারবে। তাঁর পদত্যাগ কাশ্মীরে বিজেপির অপরাধের ফলশ্রুতি। তাঁরা আনা ব্যবহার করা প্রতিটি শব্দের সঙ্গে জড়িয়ে থাকা অনুভূতি সত্য। এ প্রসঙ্গে এক পুলিশ আধিকারিকের প্রসঙ্গও উত্থাপন করেন প্রাক্তন মন্ত্রী। তিনি বলেন, রিবেরিয় নামে এক পুলিশ আধিকারিকও এক কথা বলেছেন। কিন্তু তাঁর কথা শোনা হয়নি।
বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ফয়সল লেখেন, ‘ অকারণে মুসলিমদের প্রাণে মারা হচ্ছে। হিন্দুত্বের হাতে ভারতের ২০০ মিলিয়ন মুসলমান অবদমিত হচ্ছে। জম্মু কাশ্মীর থেকে শুরু করে অসহিষ্ণুতার সংস্কৃতি দেখা দিচ্ছে। তৈরি হচ্ছে ঘৃণার পরিবেশ। এসবের বিরোধিতা করে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। '