This Article is From Oct 13, 2018

বাঁধনমুক্তির একটুকরো বারান্দা কাশী বোস লেনের মণ্ডপে

উত্তর কলকাতার নস্টালজিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে বারান্দা। প্রথম প্রেম থেকে, হাঁক পেড়ে ফেরিওয়ালাকে ডাক— সব কিছুরই স্মৃতি এই বারান্দাই।

Advertisement
Kolkata Posted by

মানবসভ্যতাকে গ্রাস করেছে কংক্রিটের জঙ্গল। দেশলাই খোপের মতো সার সার দশ ফুট বাই দশ ফুটের ঘরের ভিড়ে দেখা নেই মুক্তির বারান্দার যেখানে দু’দণ্ড বসে মানুষ জিরিয়ে নিতে পারবে। আগে সারা দিনের খাটাখাটনির শেষে মানুষ ক্লান্তি কাটানোর জন্য নিজের বাড়ির ছোট বারান্দায় বসে একটু জিরিয়ে নিত।

এখানে দেখুন:

এখন নেই সেই সিংহ দুয়ার, নেই সেই বারান্দা। অথচ উত্তর কলকাতার নস্টালজিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে বারান্দা। প্রথম প্রেম থেকে, হাঁক পেড়ে ফেরিওয়ালাকে ডাক— সব কিছুরই স্মৃতি এই বারান্দাই। সেই হারিয়ে যাওয়া বারান্দাকেই পুজোর থিমে তুলে আনছে কাশী বোস লেনের পুজো। তাদের থিম ‘আমার অলিন্দে’। থিম শিল্পী প্রদীপ দাস। পুরনো দিনের বাড়ির বারান্দায় যেমন করে রাখা থাকত বাড়ির সাইকেল, স্কুটার তেমনই দেখা যাবে এখানেও। আলো আঁধারিতে মনে হবে যেন পৌঁছে গিয়েছেন পুরনো কলকাতার কোনও এক বাড়িতে।

Advertisement
Advertisement