This Article is From May 03, 2018

আজ থেকে কাঠুয়া ধর্ষণ মামলা শুরু, পীড়িতার পরিবার যাবে সুপ্রিম কোর্টে

'ট্রায়ালের জন্য কঠুয়া আদর্শ স্থান বলে আমার মনে হচ্ছে না, তাই আমরা এই কেসটি জম্মু-কাশ্মীরের বাইরে নিয়ে যাওয়ার জন্য আপিল করব.'

আজ থেকে কাঠুয়া ধর্ষণ মামলা শুরু, পীড়িতার পরিবার যাবে সুপ্রিম কোর্টে
श्रीनगर: শ্রীনগর: আজ স্থানীয় আদালতে কঠুয়া ধর্ষণ মামলার বিচার শুরু হবে,কিন্তু গত কয়েক দিন ধরে যে রকম আপত্তি জনক পরিবেশের সৃষ্টি হয়েছে তাতে করে পীড়িত পক্ষের উকিল দীপিকা সিংহ বলেছেন, 'ট্রায়ালের জন্য কঠুয়া আদর্শ স্থান বলে আমার মনে হচ্ছে না, তাই আমরা এই কেসটি জম্মু-কাশ্মীরের বাইরে নিয়ে যাওয়ার জন্য আপিল করব.'

ওদিকে ধর্ষকদের সমর্থনে জম্মু বার এসোসিয়েশন, যারা গত বারো দিন ধরে ধর্মঘট করে চলেছে, তারা ক্রাইম ব্রাঞ্চের প্রদেয় তথ্যে সন্তুষ্ট নয়, তাদের পক্ষ থেকে গগন বসত্র বলেছেন যে, 'ক্রাইম ব্রাঞ্চ যে তথ্য প্রদান করেছে, তাতে আমরা একটুও সন্তুষ্ট নই.'

সবচেয়ে বড়ো কথা হল সম্পূর্ণ বিষয়টি বর্তমানে রাজনৈতিক বিবাদে পরিণত হয়েছে. যার ফলে রাজ্য সরকারের দুইজন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে. তাদের মধ্যে একজন লাল সিংহ এখন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পদত্যাগের দাবি করছে.

.