हिंदी में पढ़ें Read in English
This Article is From Sep 20, 2019

Kaun Banega Crorepati 11: মরশুমের দ্বিতীয় কোটিপতি হলেন অমরবাতীর ববিতা

অমরবাতীর বাসিন্দা ববিতা (Babita Tade ) পেশায় একজন রাঁধুনি। সরকারি স্কুলে ৪৫০ পড়য়ার জন্য রান্না করে ১,৫০০ টাকা মাইনে পান তিনি।

Advertisement
বিনোদন Translated By

Kaun Banega Crorepati 11: অমিতাভ বচ্চন মরশুমের দ্বিতীয় কোটিপতি ববিতা তাড়েকে স্বাগত জানান।

Highlights

  • অমরবাতীর বাসিন্দা ববিতা পেশায় একজন রাঁধুনি
  • রান্না করে ১,৫০০ টাকা মাইনে পান তিনি
  • অমিতাভ বচ্চন ববিতা তাড়েকে অভিনন্দন জানান
নয়াদিল্লি:

বৃহস্পতিবার ‘কৌন বনেগা ক্রোড়পতি'-র (Kaun Banega Crorepati) দ্বিতীয় কোটিপতি বিজয়ীর সন্ধান মিলল। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) মরশুমের দ্বিতীয় কোটিপতি ববিতা তাড়েকে (Babita Tade) অভিনন্দন জানান। অমরবাতীর বাসিন্দা ববিতা পেশায় একজন রাঁধুনি। সরকারি স্কুলে ৪৫০ পড়য়ার জন্য রান্না করে ১,৫০০ টাকা মাইনে পান তিনি। যে প্রশ্নের উত্তর দিয়ে তিনি এক কোটি টাকা জিতলেন, সেটি ছিল— ‘‘মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরদের সভায় কোন কবি ১৮৫৭-র মহাবিদ্রোহ নিয়ে ‘দাস্তান-এ-গদর' লিখেছিলেন?'' ববিতা উত্তরের ব্যাপারে আত্মবিশ্বাসী না থাকায় তাঁর শেষ ‘লাইফলাইন'টি নেন। বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে শেষ পর্যন্ত বিজয়ী হন তিনি। এরপর ছিল ‘জ্যাকপট প্রশ্ন'।

প্রশ্নটি ছিল— ‘‘ভারতের কোন রাজ্য থেকে সবথেকে বেশি রাজ্যপাল রাষ্ট্রপতি হয়েছেন?''

উত্তরের ব্যাপারে ববিতার আত্মবিশ্বাস না থাকায় তিনি গেম থেকে ‘কুইট' করেন। তবে খেলা ছাড়ার পরে আসল উত্তর আন্দাজ করতে বলা হলে তিনি জানান, ‘‘বিহার।'' দেখা যায়, সেটাই সঠিক উত্তর।

Advertisement

ধোনির বাড়িতে বৈদ্যতিক সংযোগ বিচ্ছিন্ন, বিরক্ত হয়ে সাক্ষীর করা টুইট ভাইরাল

এছাড়াও ওইদিনের এপিসোডে আর যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হয়ে কোটিপতি হলেন ববিতা সেগুলি হল:

Advertisement

দুর্গাপুজোর সময় যে ‘চণ্ডীপাঠ' স্ত্রোত্র পাঠ করা হয়, সেটি কোন পুরাণের অংশ?

মহারাষ্ট্রের কোন সংস্কারককে ‘লোকহিতবাদী' বলা হয়?

Advertisement

'কুড়ুক্কু' গানের তালে নেচে উঠলেন পুরোহিত! শেয়ার করলেন নায়ক নিজে

কোন দেশ প্রথম মানুষ-নির্মিত বস্তু চাঁদে পাঠিয়েছিল?

Advertisement

বাল্মি  কী রামায়ণে সীতা কোন গয়না পরেছিলেন?

অনুষ্ঠানের মধ্যবর্তী সময়ে অমিতাভ ববিতার কাছে জানতে চান, এক কোটি টাকা জিতলে সেই টাকায় ববিতা কী করতে চান? ববিতা বলেন, তিনি নিজের জ‌ন্য একটি মোবাইল ফোন কিনতে চান। এবারের প্রথম কোটিপতি হয়েছিলেন সনোজ রাজ। তিনি বিহারের বাসিন্দা। 

Advertisement