বিখ্যাত শো KBC-তে এক কোটি টাকা জিতেছিলেন মোহন সাইনি
হাইলাইটস
- ২০০১ সালে কোটিপতি ১৪ বছরের বালক আজ এসপি
- পোরবন্দরের এসপির দায়িত্ব সামলাচ্ছেন তিনি
- লকডাউন পরিস্থিতিতেই দায়িত্বভার গ্রহণ
নয়াদিল্লি: সে ১৯ বছর আগের কথা! ২০০১ সাল। সারা দেশকে তাক লাগিয়ে দিয়েছিল দশম শ্রেণির এক পড়ুয়া। দশম শ্রেণির ছাত্র মোহন সাইনি অংশগ্রহণ করেছিলেন কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে। সোনি টিভিতে সম্প্রচারিত অমিতাভ বচ্চনের সঞ্চালনায় সেই সময় কৌন বনেগা ক্রোড়পতির জনপ্রিয়তা তুঙ্গে। সেই বিখ্যাত শোয়ে এক কোটি টাকা জিতেছিলেন মোহন সাইনি। কেবিসি জুনিয়র কনটেস্টে ১৫ টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ১ কোটি টাকা উপার্জন করেন তিনি। তখন তার বয়স ১৪। এখন ৩৩। স্কুলছাত্র মোহন এখন এসপি ডক্টর রবি মোহন সাইনি। গত মঙ্গলবার পোরবন্দরের এসপি-র দায়িত্ব হাতে তুলে নিয়েছেন মোহন।
রবি মোহন সাইনি স্কুল পাস করে ডাক্তারি পড়তে যান। তিনি এমবিবিএস পাস করেছেন এবং ইউপিএসসির পরীক্ষা দিতে প্রস্তুতি নেন। পরীক্ষা দেওয়ার আগে অবশ্য চিকিৎসক হিসেবে ইন্টার্নশিপও করেন। রবি মোহন সাইনি ২০১৪ সালে গুজরাট ক্যাডারের আইপিএস হন। মোহন সাইনির বাবা নেভি অফিসার ছিলেন, তাই নেভাল পাবলিক স্কুলেই নিজের পড়াশোনা সারেন মোহন।
দশম শ্রেণির ছাত্র হিসাবে মোহন সাইনি কেবিসি-র জুনিয়র কনটেস্টে অংশ নেন। সেখানে এক কোটি টাকাও জেতেন। সেইদিনকার বিস্ময় বালক আজকের এসপি!। পোরবন্দরের দায়িত্ব গ্রহণ করে তিনি বলেন, “আমার ভূমিকা কোভিড-১৯ মহামারীকে মাথায় রেখে পোরবন্দরে লকডাউন দেখভালের। এছারা, পরিস্থিতি এবং প্রশাসনের ভূমিকা নিয়েও আমাদের কাজ করতে হবে।”
Click for more
trending news