This Article is From Oct 01, 2018

KVS Recruitment 2018: আজই তথ্য সংশোধনের শেষ দিন, আট হাজারের বেশি পদে নিয়োগ

KVS প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, পোস্ট গ্রাজুয়েট শিক্ষক, ট্রেনড গ্রাজুয়েট শিক্ষক, প্রাথমিক শিক্ষক এবং গ্রন্থাগারিকের পদে নিয়োগের জন্য আগস্ট মাসে বিজ্ঞপ্তি জারি করেছিল। দেশ জুড়ে 8339 টি পদে নিয়োগ হবে

KVS Recruitment 2018: আজই তথ্য সংশোধনের শেষ দিন, আট হাজারের বেশি পদে নিয়োগ

KVS Recruitment: আগস্টে জারি হয়েছিল ভর্তির বিজ্ঞপ্তি

নিউ দিল্লি:

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের (KVS) বিভিন্ন পদে আবেদনকারি প্রার্থীদের নিজেদের তথ্য সংশোধন করার শেষ তারিখ আজ। আজ, 1 অক্টোবর পর্যন্তই নিজেদের বিবরণ সংশোধন করতে পারবেন তাঁরা। আবেদনপত্র জমা করার সময় যে সমস্ত প্রার্থীরা ভুল তথ্য দিয়ে ফেলেছিলেন তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট kvsangathan.nic.in এ গিয়ে তাদের বিবরণ সংশোধন করতে পারেন। কেভিএস প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, পোস্ট গ্রাজুয়েট শিক্ষক, ট্রেনড গ্রাজুয়েট শিক্ষক, প্রাথমিক শিক্ষক এবং গ্রন্থাগারিকের পদে নিয়োগের জন্য আগস্ট মাসে বিজ্ঞপ্তি জারি করেছিল। দেশ জুড়ে 8339 টি পদে নিয়োগ হবে।

পদের নাম

প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, পোস্ট গ্রাজুয়েট শিক্ষক (পিজিটি), ট্রেনড গ্রাজুয়েট শিক্ষক (টিজিটি), প্রাথমিক শিক্ষক, গ্রন্থাগারিক

মোট পদ সংখ্যা

8 হাজার 339

কীভাবে আপনার বিবরণ ঠিক করবেন?

স্টেপ 1: KVS এর অফিসিয়াল ওয়েবসাইট kvsangathan.nic.in দেখুন।

স্টেপ 2: হোমপেজে দেওয়া Click here for online Correction for KVS Recruitment of Principal, Vice-Principal, PGTs, TGTs, Librarian and PRTs in KVS. (27-09-2018) লিঙ্কে ক্লিক করুন।

স্টেপ 3: Edit Your Details গিয়ে আপনার বিবরণ সম্পাদনা করুন।

স্টেপ 4: এরপর রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ পূরণ করে লগ ইন করুন।

স্টেপ 5: এরপরে নিজের বিবরণ সংশোধন করতে পারেন।

.