Kerala Akshaya Lottery Results: ২০১৯-এর ২৫ ডিসেম্বর প্রকাশ করা হয়েছিল (ছবি: প্রতীকী)
নয়া দিল্লি: কেরল রাজ্য লটরি বিভাগ (Kerala state lottery department) বুধবারের অক্ষয় লটরি একে 425 (Kerala Akshaya Lottery AK 425)-এর ফলাফল ঘোষণা করেছে। এই টিকেটের প্রথম পুরস্কার মূল্য ছিল ৬০ লক্ষ টাকা। সেই টিকিটের নম্বর ছিল, এএ 711618 (AA 711618), যা লাভ করেছেন আলপ্পুঝার বাসিন্দা।কেরল অক্ষয় লটরি এএ 425 এর দ্বিতীয় পুরস্কার মূল্য হল পাঁচ লক্ষ টাকা। যার টিকিট নম্বর হল এল এল 359306 (ticket number AL 359306), এটি লাভ করেছেন কানপুরের বাসিন্দা।
এই দুটো বড়ো পুরস্কার ছাড়াও ১২ টি টিকিট-কে তৃতীয় পুরস্কার দেওয়া হয়েছে। তারা প্রত্যেকে এল লক্ষ টাকা পেয়েছে, টিকিট নম্বর গুলি হল: AB 711618, AC 711618, AD 711618, AE 711618, AF 711618, AG 711618, AH 711618, AJ 711618, AK 711618, AL 711618, AM 711618
এই লটারিতে যারা চতুর্থ পুরস্কার পেয়েছে, তাদের নম্বর গুলি হল: 0221, 1199, 2278, 2939,, 4244, 4345, 5848, 5888, 6083, 6411, 7809, 8207, পঞ্চম পুরস্কার প্রাপ্ত টিকিটের নম্বর গুলি হল: 0836, 1125, 1633, 6769, 8247, 9347 ছয়টি টিকিটকের ক্রেতাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।
অক্ষয় লটারির ষষ্ঠ পুরস্কার ছিল ১০০০ টাকা, টিকিট নম্বর গুলি হল: 0203, 0852, 1148, 1504, 1533, 1715, 2022, 2077, 2216, 3505, 3670, 4352, 4845, 5099, 5295, 5379, 5533, 5841, 6253, 6281, 6692, 7080, 7768, 8775, 9312
অক্ষয় লটারির সপ্তম পুরস্কার প্রাপ্ত টিকিট নম্বর গুলি হল: 0224, 0232, 0728, 0977, 1109, 1293, 1390, 1600, 1705, 1738, 1917, 1936, 2029, 2085, 2116, 2517, 3466, 3722, 3817, 4265, 4312, 4433, 4458, 4620, 4985, 5122, 5805 5941, 6022, 6069, 6194, 6298, 6511, 6728, 7479, 7713, 7862, 8511, 8522, 8605, 8606, 8624, 8944 ,9101, 9178, 9453, 9793
কেৱল রাজ্য অক্ষয় লটারির অষ্টম পুরস্কার প্রাপ্ত টিকিট নম্বর গুলি হল: 0029, 0062, 0146, 0226, 0299, 0779, 0931, 1005, 1011, 1076 ,1155, 1184,1311,1369, 1373, 1522, 1557, 1981, 2059, 2500, 2551, 2703, 2723, 2862, 2879, 2879, 3002, 3145, 3288, 3369, 3439, 3451, 3494, 3546, 3559, 3561, 3563, 3599, 3657, 3886, 3896, 3936 ,3971, 4005, 4162, 4288, 4328, 4367, 4545, 4603, 4652, 4755, 4816, 4911, 5003, 5053, 5173, 5466 ,5479, 5539, 5581, 5595, 5717, 5743, 5877, 5885, 6107, 6130, 6294, 6312, 6350, 6464, 6597, 6610 ,6714, 6736, 6809, 6884, 6944, 7022, 7085, 7126, 7232, 7267, 7396, 7494, 7504, 7527, 7750, 7755, 7791, 7804, 7948, 8000, 8136, 8281, 8369, 8425, 8587, 8960, 8978, 8980, 9106, 9161, 9173, 9192 ,9201, 9433, 9480, 9577, 9625, 9754, পুরস্কার স্বরূপ প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়া হয়েছে।
কেরল অক্ষয় লটারির (Kerala Akshaya Lottery ) সমস্ত ফলাফল জানার জন্য তাদের ওয়েবসাইটের www.keralalotteries.com দিকে চোখ রাখুন।