This Article is From Jan 01, 2019

ঐতিহাসিক বিটলস কভার তৈরি করে পথ নিরাপত্তার শিক্ষা পুলিশ আধিকারিকের

ট্যুইটার হ্যান্ডেেলে ছবিটি শেয়ার করেছেেন কান্নুরের কালেক্টর মীর মহম্মদ আলি, বিটলস কভারের মতোই এর নাম কান্নুর বিটলস

ঐতিহাসিক বিটলস কভার তৈরি করে পথ নিরাপত্তার শিক্ষা পুলিশ আধিকারিকের

চারজন পুলিশকর্মীকে জেব্রা ক্রসিং দিয়ে হাঁটানোর ছবি করা হয়েছে

প্রায় পাঁচ দশক অতিক্রান্ত হয়েছে, ইতিহাসের পাতায় চলে গেছে বিটলস কভার। তবে সাধারণ মানুষকে আবারও সচেতন করতে ফের সেই বিটলস কভার তৈরি করলেন কেরালার পুলিশ আধিকারিক। 1969 সালের একটি অ্যালবামে ছিল এই বিটলস কভার। ব্যান্ড দলের  চারজন সদস্যের জেব্রা ক্রসিং দিয়ে হাঁটার সেই ছবি বিখ্যাত হয়েছিল। তারই অনুকরণে চারজন পুলিশকর্মীকে জেব্রা ক্রসিং দিয়ে হাঁটানোর ছবি করা হয়েছে। পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এই ছবি করা হয়েছে।

মদ্যপ মায়ের ছেড়ে যাওয়া সন্তানকে বুকের দুধ খাইয়ে শান্ত করলেন হায়দরাবাদের কনস্টেবল

ছবিটি নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন কুন্নুরের কালেক্টর মীর মহম্মদ আলি, কুন্নুর বিটলসটি করেছেন কান্নাভাম থাানার এক আধিকারিক। স্থানীয় শিল্পীদের সহযোগিতায় এটি তৈরি করা হয়েছে বলে ট্যুইটারে উল্লেখ করেছেন মীর মহম্মদ আলি।
 

 

দেখুন

He also shared a comparison of the two pictures.

The picture of the Kannavam cops has garnered a very positive response on Twitter.

What do you think of the initiative? Let us know using the comments section below.

 

 

.