বিদেশে থাকা ভারতীয়রা কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা পাঠাতে পারবেন
হাইলাইটস
- বিদেশে থেকে আসা সাহায্য নেবে না মোদী সরকার
- আরব সহ বেহ কয়েকটি দেশ সাহায্য করতে চেয়েছিল
- কেন্দ্রীয় সিদ্ধান্তে খুশি নয় কেরালা
নিউ দিল্লি: কেরালাকে নতুন করে গঠন করার কাজে বিদেশি সাহায্য নেবে না কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রক থেকে বিষয়টি জানানো হয়েছে। কোনও দেশ আনুষ্ঠানিকভাবে সাহায্যের ঘোষণা না করলেও কয়েকটি সম্ভবনা তৈরি হয়েছিল। পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিল বেশ কয়েকটি দেশ এবং কিছু প্রতিষ্ঠান। বন্যায় পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়া কেরালাকে নতুন করে তৈরি করতে প্রয়োজন প্রচুর পরিমাণ টাকা। কিন্তু, কেন্দ্র জানাল তারা কোনও সাহায্য নেবে না। বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে সরকারি নিয়ম থাকায় বিদেশ থেকে আসা সাহায্য নেওয়া হচ্ছে না। তবে বিদেশে থাকা ভারতীয়রা প্রধানমন্ত্রী বা কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা পাঠাতে পারবেন। কোনও সংস্থাও চাইলে এমনটা করত পারে। পাশাপাশি বলে দেওয়া হয় কেরলের সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার বদ্ধ পরিকর।
প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার সিদ্ধান্ত নেয় কোনও রকম সাহায্য নেওয়া হবে না। উল্টে কোনও দেশ সমস্যায় পড়লে ভারত পাশে দাঁড়াবে। এভাবেই গোটা দুনিয়াকে আর্থিক প্রগতির বার্তা দেওয়ার পথ বেছে নেওয়া হয়েছিল। এবারও সেই সিদ্ধান্তই বজায় রইল। কিন্তু কেরালা অর্থ সাহায্য নিতে চেয়েছিল। অর্থমন্ত্রী টমাস আইজ্যাক জানিয়েছিলেন কেন্দ্র নিজে সবটা করতে পারছে না। আমরা যে পরিমাণ টাকা চেয়েছিলাম তার থেকে অনেক কম টাকা দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র। এমতাবস্থায় কেউ সাহায্য করতে চাইলে তাকে বাধা দেওয়া অনুচিত। খোদ মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নও বলেছিলেন আরবের মতো দেশের সাহায্য যাতে পাওয়া যায় তার জন্য কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। কিন্ত, এখন আর সে পথ খোলা রইল না।