কেরালার বন্যা দূর্গতদের সাহায্যের জন্য এই মাসের শেষে যৌনকর্মীরা আরও 1 লক্ষ টাকা জোগাড়ের চেষ্টায় রয়েছেন
আহমেদনগর: কেরালার বন্যা দূর্গতদের পাশে দাঁড়িয়েছে গোটা দেশের বিভিন্ন মানুষ, বিভিন্ন সংস্থা। বানভাসি মানুষের পাশে এবার মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় যৌনকর্মীরাও। কেরলার বন্যা দূর্গতদের জন্য 21 হাজার টাকা অনুদান জোগাড় করেছেন তাঁরা, এই মাসের শেষে আরও লাখ খানেক টাকা পাঠানোর ব্যবস্থা করছেন তাঁরা।
গতকালই আহমেদনগরের ডেপুটি কালেক্টর প্রশান্ত পাটিলের হাতে তাঁরা একুশ হাজারের একটি চেক তুলে দেন। এই চেক সরাসরি জমা পড়বে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে।
এনজিও কর্মী দীপক বুরম জানান, কেরলে বন্যা দূর্গতদের সাহায্যের জন্য এই মাসের শেষে যৌনকর্মীরা আরও 1 লক্ষ টাকা জোগাড়ের চেষ্টায় রয়েছেন।
স্নেহালয় এনজিওর অন্যতম কর্মী দীপক বুরাম জানান, এই সংস্থাটি গত 30 বছর ধরে যৌনকর্মীদের কল্যাণের জন্য কাজ করছে।
অতীতেও, দেশের বিভিন্ন স্থানে প্রাকৃতিক দুর্যোগের শিকারদের সাহায্য করার জন্য যৌনকর্মীরা যথেষ্ট পরিমানে অনুদান দিয়েছেন।
2015 সালের ডিসেম্বরে, চেন্নাইয়ে বন্যা দূর্গতদের পাশে দাঁড়াতে তহবিলের জন্য প্রায় 1 লক্ষ টাকা দান করেন তাঁরা।
আজ পর্যন্ত তাঁরা প্রায় 27 লক্ষ টাকা দান করেছেন নানান কারণে, যার মধ্যে রয়েছে গুজরাটের ভয়াবহ ভূমিকম্প (2001), সুনামি (2004), কাশ্মীর এবং বিহারের বন্যা, মহারাষ্ট্রে খরায় দুর্গতি, কার্গিল যুদ্ধের শহিদদের পরিবারের বিভিন্ন প্রয়োজন।
Click for more
trending news