Read in English
This Article is From Aug 23, 2018

কেরালার ত্রাণ শিবিরে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কী হল?

ত্রাণ শিবিরে থাকতে গিয়েছিলেন। মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু  শেষমেশ ট্রোলের শিকার হলেন কেন্দ্রীয় মন্ত্রী আলফান্সো কান্নাথানাম ।

Advertisement
অল ইন্ডিয়া

পরে অবশ্য জবাব দেন মন্ত্রী।

New Delhi:

ত্রাণ শিবিরে থাকতে গিয়েছিলেন। মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু  শেষমেশ ট্রোলের শিকার হলেন কেন্দ্রীয় মন্ত্রী আলফান্সো কান্নাথানাম । ফেসবুক এবং টুইটারে পোস্ট করা ছবির জন্যই তাঁকে  ট্রোলের শিকার হতে  হল তাঁকে ।

 

 

 

 

ছবিতে দেখা যাচ্ছে মেঝেতে  একটি চাদরের উপর সুয়ে আছেন তিনি। ছবিটি কোথায় তোলা সেটিও তলায় লিখে দিয়েছেন মন্ত্রী। এর পরই মাঠে নামে ট্রোল আর্মি। ভয়াবহ ক্যাপশন দিয়ে টুইটারে একের পর এক  ছবি পোস্ট হতে থাকে। প্রতিটিতেই দেখা যাচ্ছে  শুয়ে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। পরে অবশ্য জবাব দেন মন্ত্রী কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে।                     

 

Advertisement
Advertisement