নিউ দিল্লি:
বন্যা বিধ্বস্ত কেরালার পাশে দাঁড়ালেন তাঁরা। এগিয়ে আসতে আহ্বান করলেন বাকিদের।
দেখুন 10টি গুরুত্বপূর্ণ তথ্য
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কারনাদ সাংমা জানালেন কেরালার পাশে দাঁড়ানো সমস্ত মানুষের কর্তব্য। কোনও সাহায্যই ছোট নয়।
গোটা দেশের সমর্থন প্রয়োজন কেরালার। যে যেভাবে পারে সাহায্য করা উচিত, মন্তব্য কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গডকরির।
অনুষ্ঠানে কেরালার অর্থমন্ত্রী টমাস আইজ্যাক বললেন, আমাদের কৃষি ঋণ প্রয়োজন। তাছাড়া বাড়ি নির্মাণ থেকে শুরু করে অন্য কাজও করতে হবে।
জল পুরোপুরি নেমে গেলে অনেক রকম শারীরিক সমস্যা দেখা দেবে। তার জন্য আমাদের তৈরি থাকতে হবে। এই মুহূর্তে শুধু টাকা দিয়ে নাগরিক কর্তব্য সারা যাবে না, মত জাভেদ আখতারের।
আমাদের দেশে নদীর জল বেড়ে যাওয়া বা কমে যাওয়া থেকে হওয়া সমস্যা খুবই সাধারণ বিষয়। নদী থেকে হওয়া সমস্যা সমাধানে আরও তৎপর হতে হবে। এমনটাই মনে করেন জাভেদ আখতার।
ব্যবসায়ী প্রদীপ ভবানী মনে করেন, মানবতার কোনও ধর্ম হয় না । এই বিপদের সময় আমদের কেরালা নিয়ে ভাহবা উচিত, রাজনীতি নিয়ে নয়।
কেরালার এক পুলিশ কর্মী 50টি বাড়ি পরিস্কারের কাজ শুরু করেছেন। বাকিদেরও এমন উদ্যোগ নিতে হবে বলে জানালেন সাউন্ড রেকর্ডিস্ট রাসেল পুকুট্টি।
গায়ক জিমি সারগিল বললেন, এখন কেরালার পাশে থাকাটাই সবচেয়ে জরুরি।
এই ঘটনার জের চলবে। আর তাই সকলকেই এগিয়ে আসতে হবে, মত ইন্ডিগোর প্রাক্তন সিইও আদিত্য ঘোষের।
কেরালার মানুষদের সাহস জুগিয়ে অভিনেত্রী মণিষা কৈরালা বলেন আমি সেখানকার মানুষদের সাহস রাখতে বলছি। ভাল দিন আসছে।
Post a comment