This Article is From Jan 03, 2020

Kerala Karunya Plus Lottery Results: প্রথম পুরস্কার লাভ করেছেন তিরুবন্তপুরমের বাসিন্দা, ৭০ লক্ষ টাকা

Kerala Karunya Plus lottery Results: ৭০ লক্ষ টাকার প্রথম পুরস্কার লাভ করেছেন তিরুবন্তপুরমের বাসিন্দা

Kerala Karunya Plus Lottery Results: প্রথম পুরস্কার লাভ করেছেন তিরুবন্তপুরমের বাসিন্দা, ৭০ লক্ষ টাকা

Kerala Karunya Plus lottery Results: Kerala Karunya Plus lottery Results: প্রথম পুরস্কার লাভ করেছেন তিরুবন্তপুরমের বাসিন্দা

নয়া দিল্লি:

কেরল রাজ্য লটারি বিভাগ (Kerala state lottery department) বুধবার করুণিয়া প্লাস লটারি কেএন-297 (Kerala Karunya Plus KN-297)-এর ফলাফল ঘোষণা করেছে। এই টিকিট অনুসারে প্রথম পুরস্কার ছিল ৭০ লক্ষ টাকা, তিরুবনন্তপুরমের বাসিন্দা , যার টিকিট সংখ্যা 325083 (ticket number  PZ 325083), তিনিই লাভ করেছেন প্রথম পুরস্কার। করুণিয়া প্লাস লটারি কেএন-297-এর দ্বিতীয় পুরস্কার ছিল পাঁচ লক্ষ টাকা।টিকিট সংখ্যা 780845 (ticket number PX 780845) লাভ করেছে দ্বিতীয় পুরস্কারটি।ওয়ানডের বাসিন্দা পেয়েছেন দ্বিতীয় পুরস্কার।     

কেরল করুণিয়া প্লাস লটারি কেএন-297 (Kerala Karunya Plus KN-297)-এর তৃতীয় পুরস্কার ছিল ১ লক্ষ টাকা, যে টিকিট সংখ্যা গুলি তৃতীয় পুরস্কার লাভ করেছে সেগুলি হল: পিএন 577619, পিও 492740, পিপি 880478, পিআর 348826, পিএস 579484, পিটি 326640, পিইউ 213774, পিভি 588846, পিডব্লুউ 233779, পিএক্স 803087, পিওয়াই 692829, পিজেড 205200। চতুর্থ পুরস্কার ছিল ৫০০০ টাকা, যে টিকিট সংখ্যা গুলি এই পুরস্কার লাভ করেছে, সেগুলি হল:  0280, 1179, 1728, 2007, 3401, 3820, 4315, 5951, 6166, 6656, 7229, 7458, 7895, 9726। ১০০০ টাকার পঞ্চম পুরস্কার প্রাপ্ত টিকিট সংখ্যা গুলি হল: 0167, 0848, 1569, 1798, 2005, 2126, 2985, 3010, 3467, 6101, 6448, 6809, 7317, 7763, 7802, 7962, 7978, 8030 8169, 8529, 8644, 9532, 9737, 9800, 9998। এই টিকিটের ষষ্ঠ পুরস্কার ছিল ৫০০ টাকা, টিকিট সংখ্যা গুলি হল: 0109, 0479, 0708, 0720, 1026, 1069, 1217, 1959, 1977, 2380, 2484, 2551, 2672, 2975, 3051, 3315, 3835, 3904, 4562, 4572, 5016, 5048, 5264, 5299, 5406, 5446, 5852, 6327, 6613, 6701, 6757, 7144, 7303, 7428, 7785, 7814, 7823, 7952 ,8041, 8240, 8274, 8969, 9111, 9242, 9247, 9318, 9430, 9750, 9983, 9994।

কেরল করুণিয়া প্লাস লটারি কেএন-297(Kerala Karunya Plus KN-297)-এর তরফ থেকে সপ্তম পুরস্কার ছিল ১০০ টাকা, এই পুরস্কার প্রাপ্ত টিকিট সংখ্যা গুলি হল: 0015, 0121, 0125, 0176, 0247, 0388, 0797, 0826, 1279, 1527, 1529, 1565, 1640, 1661, 1826, 2211, 2294, 2475, 2538, 2615, 2619, 2690, 2716, 2834, 2870, 2901, 2958, 2990, 3097, 3168, 3227, 3228 ,3248, 3541, 3563, 3646, 3648, 3777, 3863, 3925, 4187, 4275, 4357, 4439, 4446, 4557, 4661, 4667, 4721, 4746, 4787, 4812, 4925, 4943, 5029, 5094, 5103, 5186, 5272, 5324, 5338, 5467, 5593, 5594 ,5646, 5825, 5846, 5847, 5850, 5909, 5953, 5999, 6127, 6136, 6202, 6481, 6588, 6738, 6777, 6826, 6829, 6864, 6967, 7063, 7064, 7321, 7374, 7500, 7529, 7554, 8124, 8126, 8310, 8423, 8484, 8567 ,8587, 8589, 8747, 8762, 8937, 8957, 9097, 9118, 9164, 9228, 9250, 9491, 9530, 9544, 9936, 9946।

কেরল করুণিয়া প্লাস লটারি (Kerala Karunya Plus)-র সমস্ত ফলাফল জানার জন্য তাদের আধিকারিক ওয়েবসাইট  http://www.keralalotteries.com/index.php/quick-view/result -এর দিকে নজর রাখুন।

.