রাকেশের গানের ভিডিও বড় বড় ভারতীয় সঙ্গীত বিশারদদের মুগ্ধ করেছে
কেরালার একজন দিনমজুরের গানের ভিডিও গত সপ্তাহে ভাইরাল হয় এবং অন্যান্যদের মতোই শঙ্কর মহাদেবনকেও মুগ্ধ করে। শুধু তাই নয়, এই বিখ্যাত গায়ক এবং কম্পোজারের থেকে তিনি একটা ফোন কল পেয়েছেন বলেও জানা গেছে। দা নিউজ মিনিটের তরফে জানানো হয়েছে বিশ্বরূপম সিনেমার বিখ্যাত তামিল গান উনাই কানাধু নান শুক্রবার রাকেশ উন্নি নামক ওই দিনমজুরকে খ্যাতি এনে দিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে বলা হয়েছে, কেরালার আলাপ্পুযহা জেলায় বসবাসকারী রাকেশ, তাঁর ভিডিও ভাইরাল হয়েছে একথা জানতে পারেন যখন কুয়েত থেকে তাঁর বোনের স্বামী ফোন করে তাকে জানান।
"আমি রাবার কাটি এবং আমার কাঁধে করে ট্রাক বোঝাই করি। এটাই আমার কাজ”, টিএনএম-কে তিনি জানান। আর তার সঙ্গে জানান, বন্ধু সমীর তাঁর গানের ভিডিওটা শুট করেছে।
ইন্টারনেটে ভিডিওটা ভাইরাল হয় এবং ওই গানের আসল গায়ক শঙ্কর মহাদেবনের দৃষ্টি আকর্ষণ করে। কয়েক মিলিয়ন মানুষ এই ভিডিওটা দেখে এবং কমেন্টে রাকেশের প্রশংসা করে। শঙ্কর মহাদেবন নিজে ভিডিওটা শেয়ার করে জিজ্ঞাসা করেনএই ভিডিওতে গানটা কে গেয়েছে।
টিএনএম-এর রিপোর্টে জানা যায় মিস্টার মহাদেবন রাকেশের নম্বর জোগাড় করে তাঁকে ফোনও করেছেন।
"আমি এটা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ মনে করি। তিনি বলেন আমার কন্ঠস্বর খুবই সুন্দর এবং আমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং আমার ভবিষ্যৎ উজ্জ্বল। আমি বললাম আমি ওঁকে একবার দেখতে চাই। তিনি জানালেন আমি শুধু তাকে দেখব না, আমরা একসঙ্গে কাজ করবো”, টিএনএম-কে জানান রাকেশ। তিনি আরও জানান, তিনি আগে কখনও গান শেখেননি, কিন্তু শেষ কয়েক মাস ক্ল্যাসিক্যাল গানের তালিম নেওয়া শুরু করেছেন।
ইতিমধ্যে যারা রাকেশকে ফোন করেছেন তাঁরা হলেন গায়ক পান্দালাম বালন, ভায়োলিন বাদক বালাভাস্কর এবং সুরকার গোপি সুন্দর।
কোনও গায়ককে ভাইরাল খ্যাতি এনে দিল ইন্টারনেট এমন ঘটনা এই প্রথম নয়। ঠিক এক বছর আগে হালদওয়ানি যাওয়ার পথে রেল স্টেশনে গান করার সময় এক ব্যক্তির ভিডিও ভাইরাল হয়েছিল এবং সেখানে প্রচুর লাইক এবং কমেন্ট পরেছিল।
Click for more
trending news