Read in English
This Article is From Jun 12, 2019

মায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে ছেলের পোস্ট ভাইরাল হল ফেসবুকে

‘‘তোমার বিবাহিত জীবন সুখের হোক মা।’’ লিখলেন ছেলে গোকু‌ল।

Advertisement
অল ইন্ডিয়া

মায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে ছেলের পোস্ট মন জিতল ফেসবুকের।

Highlights

  • মায়ের দ্বিতীয় বিয়ের কথা ফেসবুকে পোস্ট করল ছেলে।
  • শেয়ার হওয়ার পর থেকে ওই পোস্ট ৩১,০০০ ‘লাইক’ পেয়েছে।
  • ৩০০০-এর বেশি মানুষ ‘শেয়ার’ করেছেন পোস্টটি।

মায়ের দ্বিতীয় বিয়ে (Marriage) নিয়ে ফেসবুকে (Facebook) পোস্ট করল ছেলে। মা'কে ধন্যবাদ জানাল তাঁর আত্মত্যাগের জন্য। সেই পোস্ট অনলাইনে (Online) মন জিতল বহু মানুষের। কেরলের (Kerala) কোল্লামের বাসিন্দা ইঞ্জিনিয়র গোকুল শ্রীধর মঙ্গলবার ফেসবুকে (Facebook) ওই পোস্ট করলেন তাঁর মা'য়ের বিবাহিত জীবন সুখের হোক এই কামনা জানিয়ে। মালয়ালম ভাষায় তিনি লেখেন, ‘‘আমার মায়ের বিয়ে ছিল। এই পোস্ট করার আগে আমাকে অনেকবার ভাবতে হয়েছে। পুনর্বিবাহ আমাদের সমাজে আজও একটা ট্যাবু।'' তিনি তাঁর মায়ের একটি ছবিও শেয়ার করেন। ওই ভাইরাল হয়ে যাওয়া পোস্টে তিনি তাঁর বাবার সঙ্গে মায়ের অশান্তিপূর্ণ বিয়ের কথা উল্লেখ করেন। একটি ঘটনার কথা তিনি উল্লেখও করেন পোস্টে। লেখেন— ‘‘একবার দেখেছিলাম নিগৃহীত হওয়ার পরে তাঁর কপাল দিয়ে রক্ত পড়ছে। আমি তাঁর কাছে জানতে চাই, তিনি কেন এতটা সহ্য করছেন। আমার মনে পড়ে মা আমাকে বলেছিলেন, তিনি আমার জন্যই বেঁচে রয়েছেন। এবং তিনি আরও সহ্য করার জন্য প্রস্তুত।''

বিশকেকে যেতে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করবে না মোদীর বিমান

এরপর গোকুল জানান সেই সময়ের কথা, যখন তিনি ও তাঁর মা বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। তিনি লেখেন, ‘‘আমি যখন আমার মায়ের হাত ধরে ওই ঘর থেকে বেরিয়ে আসি, তখনই ঠিক করেছিলাম আমি ওঁর আবার বিয়ে দেব। আমার মা, যিনি তাঁর যৌবন আমার জন্য ত্যাগ করেছিলেন, তাঁর অনেক স্বপ্ন পূরণ করার ছিল। অনেক উচ্চতায় পৌঁছনোর ছিল। আমি আর কিছু বলতে চাই না। আমি এটাকে গোপন রাখতে চাই না। তোমার বিবাহিত জীবন সুখের হোক মা।''

'83-এর সেটে ক্রিকেটের ব্যাট হাতে দীপিকা, কিন্তু বল কে! দেখুন ভিডিও

Advertisement

 শেয়ার হওয়ার পর থেকে ওই পোস্ট ৩১,০০০ ‘লাইক' পেয়েছে। ৩০০০-এর বেশি মানুষ ‘শেয়ার' করেছেন পোস্টটি। বহু মানুষ ওই পোস্টের তলায় গোকুল ও তাঁর মা'কে তাঁদের মনের জোরের জন্য তারিফ করেছেন।

এই পোস্ট দেখে আপনার কী মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানান।

Advertisement
Advertisement