Kerala Pournami lottery Results: তিরুবন্তপুরমের বাসিন্দা পেয়েছেন প্রথম পুরস্কার
নয়া দিল্লি: কেরল রাজ্য লটারি বিভাগ রবিবার পুরানামি লটারি আরএন -৪২৫ (Kerala state lottery department)-এর ফলাফল ঘোষণা করেছে। এই টিকিটের প্রথম পুরস্কার ৭০ লক্ষ টাকা, যা টিকিট সংখ্যা আরজে 530997 (ticket number RJ 530997 ) (তিরুবনন্তপুরম) পেয়েছে। পুরানামি লটারি আরএন -৪২৫-এর পাঁচ লাখ টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছে যে টিকিট নম্বরটি, সেটি হল আরএম 937917 (ticket number RM 937917)(পলক্কাদ)।
কেরল পুরানামি লটারির তৃতীয় পুরস্কার আরএন -৪২৫ (Kerala Pournami lottery RN-425) ছিল দুই লাখ টাকা, যে টিকিট সংখ্যা এই পুরস্কার পেয়েছে সেটি হল আরএল 483123। এই টিকিটের চতুর্থ পুরস্কারটি ছিল 5000 টাকা, যে টিকিট সংখ্যা গুলি এই পুরস্কার পেয়েছে, সেগুলি হল 0199, 0835, 1065, 1300, 3032, 4416, 5710, 5879, 6222, 7861, 8419, 9799, 9974. পঞ্চম পুরষ্কার প্রাপ্ত টিকিট সংখ্যা গুলি হল: 2514, 3293, 4162, 4747, 5050, এক হাজারের ষষ্ঠ পুরষ্কার প্রাপ্ত টিকিট সংখ্যা গুলি হল: 1000, 1023, 1157, 1462, 1628, 2568, 2885, 3363, 3656, 4070, 4389, 4541, 4825, 5107, 6178, 6327, 6607, 7224 , 7251, 7338, 7900, 8093, 8179, 8673, 9028, 9128, 9844।
কেরল পুরানামি লটারির আরএন -৪২৫-এর অষ্টম পুরস্কার বিজয়ী পুরস্কার ছিল (Kerala Pournami lottery RN-425) ১০০ টাকা। এই পুরস্কার প্রাপ্ত টিকিট সংখ্যায় গুলি হল: 0067, 0105, 0196, 0268, 0380, 0681, 0766, 1249, 1394, 1494, 1569, 611,1656,1686, 1712,1873, 1927,2076,2264,2276,2388,2759,2772,2799,2861,2960,3065,3118, 3133,3179 ,3190, 3206, 3227,3276,34143447 3556 3805 3917 4126 4130 4261 4352, 4394 , 4421,4584,4601,4627,4656,4897,5117,5192,5222,5254,5267,5330,5455,5639 5659 5668 5800 5892 5992 6031 6035 6157 6158 6401,6720,6907,6938,6959, 699570 , 7311,7443,7507,7601,7650,7667,7729,7760,7897 7902 8180 8237 8325 8329 8394 8396 8438 8556 8599, 8619, 8778, 8865, 8867, 9127, 9129, 9264, 9474, 9520, 9702, 9739 , 9920, 9923, 9942, 9961, 9963, 9982।
কেরল পুরানামি লটারি (Kerala Pournami lottery)-এর সমস্ত রকম ফলাফল জানার জন্য আধিকারিক ওয়েবসাইট দেখুন http://www.keralalotteries.com/index.php/quick-view/result।