এখনও পর্যন্ত মন্দিরে কোনও মহিলাকে ঢুকতে দেওয়া হয়নি।
নিউ দিল্লি:
রজঃস্বলা হওয়ার বয়সে মন্দিরে ঢুকে আয়াপ্পার বিগ্রহের পুজো করতে পারবেন মহিলারা, সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর শবরীমালা মন্দির তৃতীয় বার পুনরায় খোলার পর একদিন কেটে গেল। এর মধ্যেই গ্রেফতার করা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বনধ ডাকা ডানপন্থী হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু ঐক্য বেদীর নেতা কেপি শশিকলাকে। টানা দু'মাস ব্যাপী তীর্থযাত্রার জন্য গতকালই খুলে দেওয়া হয়েছে শবরীমালা মন্দির। ৫০০'র বেশি মহিলা পুজো দেওয়ার জন্য নাম নথিভুক্ত করিয়েছেন। যদিও, তাঁদের আটকাতে বদ্ধপরিকর বিক্ষোভকারীরা।
শবরীমালা মন্দির সম্পর্কিত দশটি তথ্য:
1. হিন্দু ঐক্য বেদীর সভাপতি শশিকলাকে গ্রেফতার করা হল শুক্রবার।
2. মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সাফ জানিয়ে দিয়েছেন, আদালতের রায় মেনেই চলবে কেরালা সরকার।
3. শীর্ষ আদালতের রায়ের পর এই নিয়ে তৃতীয়বার খুলে গেল মন্দির।
4. দু'মাস ব্যাপী তীর্থযাত্রার জন্য গতকাল বিকেল পাঁচটা নাগাদ জনসাধারণের জন্য খুলে দেওয়া হল বিগ্রহ।
5. এই প্রথমবার নিজেদের গাড়িতে করে আসা তীর্থযাত্রীদের মন্দিরের ভিতর প্রবেশের জন্য পাস লাগবে।
6. অন্তত ৫০০'র বেশি মহিলা বিগ্রহ দর্শন করবেন বলে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন।
7. মন্দির চত্বরে ১৫,০০০-এর বেশি পুলিশ রাখা হয়েছে।
8. গতকাল সমাজকর্মী ত্রুপ্তি দেশাইকে মন্দিরে যেতে দেওয়া হয়নি। কোচি বিমানবন্দরেই তাঁদের যাওয়ার পথে বাধা সৃষ্টি করে বিক্ষোভকারীরা।
9. সুপ্রিম কোর্ট তার রায়কে চ্যালেঞ্জ করে জমা দেওয়া পিটিশন সংক্রান্ত মামলা শুনবে আগামী ২২ জানুয়ারি।
10. আটশো বছরের পুরনো এই মন্দিরে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর থেকেই চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
Post a comment