This Article is From Jan 17, 2020

কেরলে কেউ খাবারের সঙ্গে ধর্ম মেশায় না, Beef Tweet বিতর্কে বললেন মন্ত্রী

মকর সংক্রান্তির দিন বিফের একটা পদ (beef delicacy) টুইটারে শেয়ার করেছিল কেরালার পর্যটন দফতর। সরকারি পেজে ওই পদ শেয়ার করে নীচে রেসিপি উল্লেখ করা হয়েছিল। এই টুইটে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

কেরলে কেউ খাবারের সঙ্গে ধর্ম মেশায় না, Beef Tweet বিতর্কে বললেন মন্ত্রী

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পর্যটন মন্ত্রী।

তিরুবনন্তপুরম:

মকর সংক্রান্তির দিন বিফের একটা পদ (beef delicacy) টুইটারে শেয়ার করেছিল কেরলের পর্যটন দফতর। সরকারি পেজে ওই পদ শেয়ার করে নীচে রেসিপি উল্লেখও করা হয়েছিল। এই টুইট ঘিরেই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেরলের কমিউনিস্ট সরকার; এমন অভিযোগ করেন নেটিজেনরা। সেই বিতর্কে জল ঢালতে এবার উদ্যোগী হলেন রাজ্যের এক মন্ত্রী (Tourism Minister)। "কোনও ধর্মের বিশ্বাসকে আঘাত করা কেরল সরকারের অভিসন্ধি না," এ কথা শুক্রবার স্পষ্ট করলেন কেরলের পর্যটন মন্ত্রী কে সুরেন্দ্রণ। জানা গেছে, তাঁর দফতরই সেদিন ওই বিফ রেসিপি (Beef Tweet) সোশাল সাইটে ছেড়েছিল। তাই এগিয়ে এসে ওই মন্ত্রী বলেছেন, কেরলে খাদ্যের সঙ্গে ধর্মের কোনও যোগ নেই। সেদিন ওই রাজ্যের পর্যটন দফতর টুইটারে যে ছবি শেয়ার করেছিল তাতে লেখা ছিল, কুচি কুচি করে কাটা গরুর মাংস, নুন-লঙ্কা, পেঁয়াজ, মশলা দিয়ে হালকা করে ভাপানো। সঙ্গে নারকেল কুচি ও কারি পাতা দেওয়া। বিফ উলারথিয়াতু, রাজ্যের অন্যতম জনপ্রিয় খাবার। স্বাদের ভূমি থেকে আপনাদের জন্য এখানে দেওয়া হল।   

কেরলের পর দ্বিতীয় রাজ্য হিসেবে সিএএ বাতিলের প্রস্তাব পাস পঞ্জাবে

এই পোস্ট ঘিরে শুরু হয় বিতর্ক। গো-মাংসের প্রচার কেন? প্রশ্ন তোলেন একাধিক নেটিজেন! উদুপির বিজেপি সাংসদ শোভা কারান্ডলাজে আবার একধাপ এগিয়ে বলেছেন, মকর সংক্রান্তির দিন গো-মাংসের প্রচার করে কেরল সরকার সে রাজ্যের হিন্দুদের বিশ্বাসে আঘাত হেনেছে। হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেরলের কমিউনিস্ট সরকার।

যদিও সে রাজ্যের পিনরাই বিজয়ন সরকার অভিযোগ খারিজ করে বলেছে, "ভিত্তিহীন বিতর্ক"।

এই বিষয়কে সাম্প্রদায়িক চোখে দেখা নিন্দনীয় বলেই দাবি করেছেন কে সুরেন্দ্রণ। সাংবাদিকদের তিনি বলেন, "যারা এই বিতর্কে সাম্প্রদায়িক রঙ ঢালছেন, তাঁরা বলছেন শুকরের মাংসের ছবি দিতে। আমাদের ওয়েবসাইটে সেই ছবিও আছে। ওরা হয়তো সেটা দেখেননি। বিফ মানে মহিষের মাংসও। কিন্তু অনেকে সেটা চেপে গিয়ে গরুর মাংস বলে প্রচার করেন।" তাঁর দাবি, "বিফ, পর্ক কিংবা মাছ, যে পদই হোক পর্যটকরা বেশ পছন্দ করেন। সারা ভারতে আমাদের রাজ্য বেশি পর্যটক-বান্ধব। তাই পর্যটনের প্রচারে আমরা খাবারের পাশাপাশি আরও অনেক কিছুর প্রচার করে থাকি।"

.