This Article is From Oct 21, 2018

সবরিমালা মন্দিরে যাওয়ার পথে বিক্ষোভ, শ্বাসকষ্ট মহিলার

সবরিমালা মন্দিরে যাওয়ার পথে শ্বাসকষ্ট অনুভব করলেন এক মহিলা।

সবরিমালা মন্দিরে যাওয়ার পথে বিক্ষোভ, শ্বাসকষ্ট  মহিলার

সবরিমালার পথে অসুস্থ হয়ে পড়া মহিলাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে পুলিশ

হাইলাইটস

  • সবরিমালা মন্দিরে যাওয়ার পথে শ্বাসকষ্ট অনুভব করলেন এক মহিলা
  • তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ ধরে দেখাতে থাকে বিক্ষোভকারীরা
  • আজ সকালে মন্দিরে যাওয়ার পথে বাধা পান আরও দুই মহিলা
পাম্বা / নিউদিল্লি:

সবরিমালা মন্দিরে যাওয়ার পথে শ্বাসকষ্ট অনুভব করলেন এক মহিলা। সুপ্রিম নির্দেশ মতো  তিনিও সবরিমালা মন্দিরে  যাওয়ার চেষ্টা করেন। আর তাঁকে ঘিরে  ধরে বিক্ষোভ  দেখাতে থাকেন কয়েকজন ।  এর আগে আজ সকালে মন্দিরে যাওয়ার পথে বাধা পান আরও দুই মহিলা।    বছর  47-এর বালাম্মা নামে ওই মহিলা  বেস ক্যাম্প থেকে 4 কিলোমিটার রাস্তা  অতিক্রম করেন। তারপরই তাঁকে বাধার মুখে  পড়তে হয়। মহিলার সঙ্গে থাকা পরিচয় পত্র  পরীক্ষা করে দেখে বেশ কয়েজন বিক্ষোভকারী।  

vmt7sk8g         গত মাসে এক ঐতিহাসিক রায়  দিয়ে  সুপ্রিম কোর্ট জানায় সমস্ত বয়সের মহিলারাই প্রবেশ করতে পারবেন সবরিমালা মন্দিরে। সেই  নির্দেশ আসার পর গত  সপ্তাহে মাত্র পাঁচ  দিনের জন্য  খোলে মন্দির।  তারপর থেকে আটজন  মহিলা  উপরে ওঠার  চেষ্টা করেন আট জন মহিলা। প্রথম দুজনকে পৌঁছে  দেওয়ার জন্য  ভূমিকা  নিয়েছিল  প্রশাসন। কিন্তু ইতিহাস তৈরি অধরাই থেকে গিয়েছে। হায়দরাবাদের  সাংবাদিক কবিতা জাক্কাল  সহ দুই মহিলাকে সবরিমালায় প্রবেশ না করেই  ফিরে আসতে  হয়েছে। মন্দিরে প্রবেশের মুখে তাঁদের শুনতে হয়েছে তাঁরা প্রবেশ করলে মন্দিরে  পুজো বন্ধ  করে দেওয়া হবে। বন্ধ  হয়ে যাবে প্রবেশদ্বারও। গোটা যাত্রা পথে দুই মহিলাকে নিরাপত্তা দিয়ে  নিয়ে  যাওয়া  বিভাগীয়  আইজি এস সৃজিথের থেকেই দুই  মহিলা  জানতে পারেন মন্দিরের প্রধান পুরোহিত বলেছেন তাঁরা  প্রবেশ করলে পুজো বন্ধ করে দেবেন। একথা শুনে বাইরে  থেকে ফিরে আসার  সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু হায়দরাবাদের সাংবাদিক জানান গোটা ঘটনায় তিনি গর্বিত বোধ করছেন। এরপর আজ সকালে অন্ধ্র প্রদেশের দুই মহিলা  বাসন্তী এবং অধিশেষিকেও আটকে দেওয়া হয়।

 

.