গুজরাটের একটা কমেডি গ্রুপের তরফে ওই মহিলা মাঝরাস্তায় কিকি চ্যালেঞ্জ পারফর্ম করেছে বলে জানা গেছে
ভাদোদরা: গুজরাটের ভাদোদরায় একজন মহিলা রাস্তার মাঝখানে ‘কিকি চ্যালেঞ্জ’ নেওয়ার দরুন প্রবল যানজট সৃষ্টি হওয়ার ভিডিও সামনে আসার পর গুজরাট পুলিশ কি কি চ্যালেঞ্জের বিরদ্ধে হুঁশিয়ারি জারি করল। ভাইরাল হওয়া এই চ্যালেঞ্জে অংশগ্রহণকারীকে একজন ক্যানাডিয়ান গায়িকা ড্রেকের ‘ইন মাই ফিলিংস’ গানের সঙ্গে মাঝরাস্তায় চলন্ত গাড়ির সামনে দাঁড়িয়ে নাচতে হবে এবং বর্তমানে বিশ্বব্যাপী এই ধরনের বিভিন্ন ভিডিও দেখা যাচ্ছে।
ভাদোদরার বাসিন্দা রিজওয়ানা মীরকে ভিডিওতে মাঝরাস্তায় দাঁড়িয়ে নাচতে দেখা যাচ্ছে এবং তাঁর পিছনে গাড়ি দাঁড়িয়ে হর্ন দিতে দেখা যাচ্ছে।
গুজরাটের একটা স্থানীয় কমেডি গ্রুপ এই ভিডিও তৈরি করেছে এবং ফেসবুকে আপলোড করেছে।
গুজরাট পুলিশ তাদের টুইটার পেজে হুঁশিয়ারি জারি করে লিখেছে কিকি চ্যালেঞ্জ গ্রহণ এবং পারফর্ম করবেন না। কিকি চ্যালেঞ্জ ‘কেকে চ্যালেঞ্জ’ বা ‘ইন মাই ফিলিংস’ চ্যালেঞ্জ নামে পরিচিত।
সংবাদ সংস্থা এএনআই-এর তরফে জানানো হয়েছে, ভাদোদরার এক পুলিশ আধিকারিক বুধবার জানিয়েছেন, এই চ্যালেঞ্জ “আপানার এবং আপনার আশপাশের মানুষদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর।“
যে দলের তরফে ভিডিওটা করা হয়েছে তারা একটা ফেসবুক পোস্টে জানিয়েছে “এমন কাজ না করার জন্য মানুষকে সতর্ক করতে তাঁরা ভিডিওটা করেছে।“
তিনি আরও জানান তারা একটা প্রেসেন্টেশনও বানিয়ে যার মাধ্যমে তারা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে চেয়েছেন।
বিশ্বব্যাপী বিভিন্ন সেলিব্রিটি এবং সাধারণ মানুষ কিকি চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছেন এবং প্রায়ই গুরুতর আহত হয়েছেন।
অনেকে আবার গরু, উট, ছাগল, কুকুরের কিকি চ্যালেঞ্জের ভিডিও পোস্ট করেছে।
এর আগেও, মুম্বাই, দিল্লী, উত্তরপ্রদেশ এবং ব্যাঙ্গালুরুতে পুলিশ কিকি চ্যালেঞ্জে অংশগ্রহণ প্রসঙ্গে হুঁশিয়ারি জারি করেছে।