This Article is From Jul 23, 2019

বিচারের দাবিতে অমিত শাহের সঙ্গে দেখা করতে পারে রাজ্যে নিহত বিজেপি কর্মীদের পরিবার

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে নিহত কর্মীদের পরিবার সাক্ষাৎও করতে পারে

বিচারের দাবিতে অমিত শাহের সঙ্গে দেখা করতে পারে রাজ্যে নিহত বিজেপি কর্মীদের পরিবার
কলকাতা:

তৃণমূলের শহিদ দিবসের সমাবেশের প্রতিবাদে পশ্চিমবঙ্গে গত এক বছরে রাজনৈতিক সংঘর্ষে মৃত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে দিল্লিতে দরবার করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। বিজেপি সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে নিহত কর্মীদের পরিবার সাক্ষাৎও করতে পারে এবং পরিবারের সদস্যদের বিচারের জন্য অনুরোধও জানাতে পারে।

বিজেপির এক বরিষ্ঠ নেতার মতে, ২৩ টি পরিবার রাজ্যে ঘটে চলা হিংসা এবং রাজ্যের অগণতান্ত্রিক পরিবেশের বিষয়ে কথা বলবে ‘জনতার দরবার' নামের একটি অনুষ্ঠানে। গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ এক চিন্তাবিদের মস্তিষ্কপ্রসূত এই অনুষ্ঠানেই যোগ দেওয়ার কথা এই রাজ্যে ভোট চলাকালীন ও ভোট পরবর্তী রাজনৈতিক হানাহানিতে মৃত কর্মী সমর্থকদের পরিবারের।

 'দুর্গা পূজা কমিটি' গুলিকে আয়কর বিভাগের নোটিস, কেন্দ্রের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা

বিজেপির এই বরিষ্ঠ নেতা বলেন, “আমরা অমিত শাহের সঙ্গেও বৈঠক করার চেষ্টা করছি। পরিবারের সদস্যরা অমিত জি'র সঙ্গে দেখা করতে খুব আগ্রহী এবং তাঁরা পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য অমিত শাহকে অনুরোধও জানাতে চান।” গত মে মাসেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণের অনুষ্ঠানে বাংলায় রাজনৈতিক সংঘর্ষে মৃত বিজেপি কর্মীদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়।

এই পরিবারগুলিকে শপথগ্রহণে আমন্ত্রণ জানানোর বিষয়ে বেশ বিরক্তই হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী মোদির দ্বিতীয়বারের শপথ গ্রহণের অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্তই নেন তিনি।

রাজ্য বিজেপির আরেকজন বরিষ্ঠ নেতা বলেন, সারা দেশের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ধ্বংসের রাজনীতির মুখোশ খুলে দেওার জন্য ‘জনগণের বিচার' সভার আয়োজন করা হচ্ছে। 

মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা, মন্তব্য মুকুলের, জবাব তৃণমূলের

বিজেপির অন্য এক নেতৃত্ব বলেন, “২১ জুলাই মমতা শহিদ দিবসের ‘সমাবেশ' ডেকেছেন। কিন্তু আসলে তিনি নিজেও তার বিরোধীদের ধ্বংস করার জন্য একই রাজনীতির অনুশীলন করছেন। তাই আমরা মুখ্যমন্ত্রীর এই মুখোশ খুলে ফেলতে চাই”

বিজেপি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলার ৪২ টি আসনের মধ্যে ১৮ টি আসনে বিজয়ী হয়েছিল। যেখানে ২০১৪ সালে বিজেপির ঝুলিতে ছিল এই বঙ্গের মাত্র দু'টি লোকসভা আসন। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পরেই বিজেপি ও তৃণমূল অর্থাৎ রাজ্যের প্রধান বিরোধীদল ও শাসকদল ২০২১ সালের বিধানসভা নির্বাচনের দিকেই নজর রেখে রাজনৈতিক লড়াইয়ে নেমেছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.