This Article is From Dec 07, 2018

উড়িষ্যায় ১৯ ফুটের কোবরা উদ্ধার গৃহস্থের বাড়ি থেকে

অক্টোবরেই বারিপদের একটি স্কুলের কাছাকাছি বিষাক্ত রাসেল ভাইপারের দেখা মেলে

উড়িষ্যায় ১৯ ফুটের কোবরা উদ্ধার গৃহস্থের বাড়ি থেকে

উড়িষ্যায় বালিপাল গ্রাম থেকে উদ্ধার ১৯ ফুটের কেউটে

ময়ূরভঞ্জ (উড়িষ্যা):

উড়িষ্যায় ময়ূরভঞ্জ জেলার একটি গ্রামে এক বাড়ি থেকে একটি বিরল ১৯ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার করা হয়েছে। বালিপাল গ্রামের রুহিয়া সিং তাঁর ঘরে বিশালাকার এই কেউটে দেখেই লাফ দিয়ে বিছানা থেকে নামেন। তড়িঘড়ি সকলকে সতর্কও করে দেন।

ব্রাজিলিয়ান কিশরীকে ‘অশ্লীল ছবি পাঠিয়ে' আরবে আটক মিকা!

গ্রামবাসীরা জড়ো হয়ে যায় তাঁর ডাকাডাকিতে, গ্রামের সরপঞ্চকেও ডেকে আনা হয়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে বন বিভাগের উদ্ধারকারীরা ওই বিশাল কেউটে সাপকে ধরতেই পারছিলেন না। তারপরেই সাপ উদ্ধারকারী কৃষ্ণচন্দ্র গাছায়াতকে খবর পাঠান গ্রামবাসীরা।

কৃষ্ণচন্দ্র গাছায়াত জানান যে, প্রথমে এসেই তিনি দেখেন গ্রামবাসীরা বিশাল সাপটিকে হত্যা করতেই উদ্যত হয়েছে। সাহস জুগিয়ে বিরল কেউটে সাপটিকে উদ্ধার করে তাঁর প্রাণ রক্ষা করেন কৃষ্ণচন্দ্র।

সপ্তম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা, হাতের তালুতে লেখা ছিল সুইসাইড নোট

তিনি বলেন, "আমার জীবনে এতো বিশাল সাপ দেখেনি, এই সাপ প্রায় ১৯ ফুট লম্বা। উদ্ধার করার পর সত্যিই ভালো লাগলো। সিমলিপাল ন্যাশনাল পার্কে ছেড়ে দিয়েছি সাপটাকে।"

উড়িষ্যায় মাঝেমাঝেই বিরল ও বিশালাকার সাপ উদ্ধার হওয়া নতুন ঘটনা নয়। অক্টোবরেই বারিপদের একটি স্কুলের কাছাকাছি বিষাক্ত রাসেল ভাইপারের দেখা মেলে এবং তাকেও উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন কৃষ্ণচন্দ্রই।

আরও খবর এখানে 

.