This Article is From Jun 01, 2018

দেশে উপ-নির্বাচনের পর বিজেপির পরিস্থিতি কি, জেনে নিন

পশ্চিম ইউপির ক্যারানা লোকসভা উপ-নির্বাচনে তব্বসুম হাসান জয়লাভ করেছেন। অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোক দলের প্রার্থী ছিলেন তিনি

দেশে উপ-নির্বাচনের পর বিজেপির পরিস্থিতি কি, জেনে নিন

4 টি লোকসভা ও 11 টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে

হাইলাইটস

  • আরএলডি-র তব্বসুম হাসান ক্যারানা থেকে জয়লাভ করেছে
  • তবস্সুম হাসান 44,618 ভোটে বিজেপির প্রার্থীকে পরাজিত করেছেন
  • বিজেপির থেকে নূরপুর আসনটিতে সমাজবাদী পার্টি ছিনিয়ে নিল
নিউ দিল্লী: কর্ণাটকের ঝড়ের পর পুনরায় উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে ঝড়ের মুখে পড়তে হল বিজেপি সরকারকে, কর্নাটকে যেমন জোট সরকারের জয় ঘোষণা হয়েছে, তেমনি দেশের চারটি লোকসভা ও এগারটি বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা গেল।

পশ্চিম ইউপির ক্যারানা লোকসভা উপ-নির্বাচনে তব্বসুম হাসান জয়লাভ করেছেন। অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোক দলের প্রার্থী ছিলেন তিনি। সমাজবাদী পার্টিতে অখিলেশ যাদব, বহুজন সমাজ বাদী পার্টির মায়াবতী এবং কংগ্রেস একজোট হয়ে তাঁকে সমর্থন করেছে। তিনি প্রায় 50000 ভোটে বিজেপির প্রার্থী Mriganka Singh কে পরাজিত করেছেন।বিজেপি সরকার নূরপুরের আসনটিও হারিয়েছে। (বিজেপির বিধায়কের মৃত্যুর পরে এই দুটি আসনই খালি পড়েছিল।) 

বিজেপির রাজেন্দ্র গভিত মহারাষ্ট্রের পালঘর লোকসভা কেন্দ্রে উপ-নির্বাচনে 29,572 ভোটে শিব সেনা প্রার্থী শ্রীনিবাস ওয়াঙ্গাকে  পরাজিত করে, আসনটি বিজেপির দখলে রাখতে সক্ষম হয়েছেন। 2014 সালের লোকসভা নির্বাচনে দুই পক্ষ একসাথে মিলিত হয়ে নির্বাচনে লড়াই করেছিল।2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপি এই আসনটি জিতেছে এবং এর সাংসদ চিন্তামণি ওয়াঙ্গার মৃত্যুর কারণে এই আসনে উপনির্বাচন ছিল। এখানে, শিব সেনা প্রার্থী হিসাবে শ্রীনিবাস ওয়াঙ্গা, বিজেপি সাংসদ চিন্তানামানি ওয়াঙ্গার পুত্র, ভোটে দাঁড়িয়েছিলেন এবং তিনি পরাজিত হন। বিজেপি এর রাজেন্দ্র গভিত 2,27,782 ভোট পেয়েছে, শিবসেনা শ্রীনিবাস ওয়াঙ্গা 2 43201 ভোট পেয়েছে।

এনসিপি প্রার্থী মধুকর কুড়কে বিজেপির ভান্ডার-গন্ডিয়া লোকসভা কেন্দ্রের নান প্যাটেলকে পরাজিত করে মহারাষ্ট্রে।
এনসিপি প্রার্থী মধুকর কুড়কে 48,097 ভোটে ননা প্যাটেলকে পরাজিত করেন। এই আসনটি ছিল বিজেপির।

নাগাল্যান্ডের লোকসভা আসনের উপনির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থী জাতীয়তাবাদী ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি) জয়ী হয়েছে। এনডিপিপি প্রার্থী এনপিএফ প্রার্থীকে 1.73 লাখের বেশি ভোটে পরাজিত করেছেন। এনডিপিপি প্রার্থী টোকহো হোপটোমি এনপিএফের প্রার্থী সি.অপক জমিরকে উপনির্বাচনে 1,73,746 ভোটের ব্যবধানে পরাজিত করেন। ইয়েপথপি 5,94,205 ভোট পেয়েছেন, এনপিএফ প্রার্থী জমির 4,20,459 ভোট পেয়েছেন।

নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর উপ-নির্বাচনে বিজেপি চারটি আসন হারিয়েছে, তা কংগ্রেসের হস্তগত । বিজেপির দুটি  আসনে সমাজবাদী পার্টির হাতে এবং এক-এক রাষ্ট্রবাদী কংগ্রেস পার্টি, রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) এবং রাষ্ট্রীয়  জনতা দল (আরজেডি) -এর কাছে গেছে। 
 
ভিডিও: বিজেপি নেতা বিজয় সোনাকারের বিবৃতি - তব্বসুম হাসানকে ঋণের সাগর বলে আখ্যা দিয়েছেন 

 
.