Read in English
This Article is From Jan 28, 2019

ফিনান্সিয়াল টাইমসের তালিকার প্রথম ৫০-এ ভারতের তিনটি আইআইএম

ফিনান্সিয়াল টাইমসের ২০১৯-এর এমবিএ গ্লোবাল রাঙ্কিং-এ ম্যানেজমেন্টের স্নাতকোত্তরে ২৪ নম্বর স্থান রয়েছে হায়দরাবাদের আইএসবি(ISB)

Advertisement
অল ইন্ডিয়া

গতবছরের থেকে ২ ধাপ ওপরে উঠে আইআইএম বেঙ্গালোরের স্থান ৩৩

নিউ দিল্লি :

২০১৯ সালে ফিনান্সিয়াল টাইমস বিশ্বব্যাপী এমবিএ তালিকা প্রকাশ করল সম্প্রতি। সেখানে বিশ্বের প্রথম ৫০'টি সেরা বিজনেস স্কুলের মধ্যে জায়গা করে ইন্ডিয়ান স্কুল অব বিজনেস (আইএসবি) সহ আরও তিনটি আইআইএম। আইএজবি-এর পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামটিকে ফিনান্সিয়াল টাইমসের তালিকায় বিশ্বের ২৪ তম স্থানটি দেওয়া হয়েছে। এই তালিকার প্রথম তিনটি র্যাঙ্ক পেয়েছে স্ট্যানফোর্‌ড স্কুল অব বিজনেস, হার্ভার্ড বিজনেস স্কুল এবং ইনসিড।

আইআইএম ব্যাঙ্গালোর রয়েছে ৩৩-তম স্থানে। আইআইএম আহমেদাবাদ রয়েছে ৪৭-তম স্থানে। আইআইএম কলকাতা রয়েছে ৪৯-তম স্থানে।

গত বছর আইআইএম কলকাতা ছিল ৭৮-তম স্থানে এই বছর সেখান থেকে প্রায় ত্রিশ ধাপ উঠে এল এই প্রতিষ্ঠানটি।

Advertisement
Advertisement