Read in English
This Article is From Aug 23, 2018

সুধা মুরথির ভিডিও কেন ভাইরাল হল দেখে নিন

ভিডিওতে দেখা যাচ্ছে শ্রীমতী মুরথি নিজে ত্রাণ সামগ্রী প্যাকিং ও তদারকি করার পাশাপাশি একটা কার্টন খুলে ত্রাণ সামগ্রী ঘরের অন্য প্রান্তে বসে থাকা মানুষদের কাছে পাঠিয়ে দিচ্ছেন।

Advertisement
Karnataka

ফিলানট্রোফিস্ট সুধা মুরথিকে ভাইরাল ভিডিওতে বন্যা প্লাবিত কোডাগু অঞ্চলের মানুষের জন্য ত্রাণ সামগ্রী প্যাকিং করতে দেখা যাচ্ছে।

বেঙ্গালুরু:

ইনফোসিস সহ-প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মুরথির স্ত্রী এবং ফিলানট্রোফিস্ট সুধা মুরথিকে একটা ভিডিওতে বন্যা প্লাবিত কোডাগু অঞ্চলের মানুষের জন্য ত্রাণ সামগ্রী প্যাকিং করতে দেখা যাচ্ছে, যা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল হয়েছে।

ইনফোসিসের ত্রাণ সামগ্রী ব্যাগে করে প্যাক করার কাজে তাঁকে তদারকি করতে দেখা যাচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে শ্রীমতী মুরথি নিজে ত্রাণ সামগ্রী প্যাকিং ও তদারকি করার পাশাপাশি একটা কার্টন খুলে ত্রাণ সামগ্রী ঘরের অন্য প্রান্তে বসে থাকা মানুষদের কাছে পাঠিয়ে দিচ্ছেন।

বিজেপি নেতা এবং মন্ত্রী ডিভি সদানন্দ গোদা এবং অন্যান্য অনেকেই ভিডিওটা টুইটারে শেয়ার করেছেন এবং তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে ‘আম্মা’ নামে সম্বোধন করেছেন।

গত 12ই অগাস্টের পর থেকে বন্যার ফলে কোডাগু অঞ্চলের 12 জন মানুষের প্রাণহানি হয়েছে।

Advertisement

জলস্তর কিছুটা নামার পর থেকে বিভিন্ন অঞ্চলে উদ্ধারকাজ শুরু হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement