This Article is From Jan 06, 2019

কলকাতা বিমান বন্দরে বিমান থেকে তেল বেরিয়ে বিপত্তি

কলকাতা বিমান বন্দরে একটি বিমান থেকে তেল বেরতে থাকায় বিপত্তি দেখা দিল।

কলকাতা বিমান বন্দরে বিমান  থেকে তেল বেরিয়ে বিপত্তি

কয়েকদিন আগে কলকাতা বিমান বন্দরে প্রাণ  যায় একটি ১৬ বছরের কিশোরের।

হাইলাইটস

  • বিমান বন্দরে একটি বিমান থেকে তেল বেরতে থাকায় বিপত্তি দেখা দিল
  • কিছুটা সময়ের জন্য বিমান বন্দরে এমারজেন্সিও ঘোষিত হল
  • কলকাতা বিমান বন্দরের এই ঘটনায় কেউ আহত হননি
কলকাতা:

কলকাতা বিমান বন্দরে একটি বিমান থেকে তেল বেরতে থাকায় বিপত্তি দেখা দিল। কিছুটা সময়ের জন্য বিমান বন্দরে  এমারজেন্সিও ঘোষিত হল। জানা গিয়েছে ব্যাঙ্কক থেকে আসা  এয়ার ইন্ডিয়ার  এ ১-৩৩৫ বিমানের ফুয়েল ট্যাঙ্ক থেকে আচমকা  তেল বেরতে থাকায় সমস্যা দেখা দেয়। তবে এই ঘটনায় কেউ আহত হননি। কয়েকদিন আগে এক মর্মান্তিক ঘটনায় কলকাতা বিমান বন্দরে প্রাণ  যায় একটি ১৬ বছরের কিশোরের। শরীরে সমস্যা থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে বেঙ্গালুরু যাচ্ছিল ওই কিশোর।

আমেরিকায় কোমায় থাকা অবস্থাতাতেই সন্তান প্রসব করলেন মহিলা, যৌন নির্যাতন কিনা খতিয়ে দেখছে পুলিশ

কিন্তু কলকাতা থেকে বিমানে উঠতেই সংজ্ঞা হারায় সে  আর তার কিছুক্ষণের মধ্যেই সব শেষ। পরিবারের তরফে বলা হয় টেক অফের জন্য দৌড় শুরু করতেই বিপত্তি দেখা দেয়। সংজ্ঞা হারায় সুমন। বিমান কর্মীদের থেকে খবর পেয়ে এটিসি-র সঙ্গে  যোগাযোগ  করেন পাইলট। নির্দিষ্ট সংকেত পেয়ে  আগের জায়গায় বিমানটিকে  ফিরিয়ে আনেন তিনি। অল্প কিছু সময়ের মধ্যেই সুমন সহ পরিবারের বাকি সদস্যদের বিমান থেকে বের করে আনা হয়। সেখান থেকে প্রথমে  বেসরকারি  হাসপাতালে নিয়ে  যাওয়া  হয় সুমনকে। পরে  সরকারি হাসপাতালের  দ্বারস্থ হয় পরিবার। সেখানেই প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা সুমনকে মৃত বলে ঘোষণা করেন।

.