This Article is From Jun 20, 2018

জুলাই মাসে প্রথম রূপান্তরকামী সাহিত্য সম্মেলন আয়োজিত হতে চলেছে কলকাতায়

এই অনুষ্ঠানের অন্যতম অংশগ্রহণকারী অঞ্জলী মন্ডল বলেন তিনি তাঁর নিজের লেখা কবিতা আবৃত্তি করবেন

জুলাই মাসে প্রথম রূপান্তরকামী সাহিত্য সম্মেলন আয়োজিত হতে চলেছে কলকাতায়
কলকাতা: গোটা রাজ্যের রূপান্তরকামী লেখকদের নিয়ে একটি সাহিত্য সম্মেলন আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে।

সাহিত্য আকাদেমি আয়োজিত একদিন ব্যাপী সম্মেলনটি জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে কলকাতায়, জানিয়েছেন সাহিত্য বিভাগের সদস্য মানবী বন্দ্যোপাধ্যায়।

“আমার জ্ঞান অনুযায়ী, এমন একটি সাহিত্য সম্মেলন উদ্যোগ নেওয়া হল এই প্রথম। যেখানে কেবলমাত্র রূপান্তরকামীদের সাহিত্য নিয়েই আলোচনা হবে। সেই রূপান্তরকামীরা, যাদের শিল্পসম্মত কাজ কখনওই সেই আলোটুকু পায় না, যা তাদের পাওয়া উচিত”, সংবাদসংস্থা পিটিআইকে এই কথা বলেন মানবী বন্দ্যোপাধ্যায়। যিনি এই দেশের প্রথম রূপান্তরকামী কলেজ অধ্যক্ষ। পাঁচজন লেখক, যারা সমাজের আরেকটি প্রান্তের বাসিন্দা, এই সাহিত্যসভাতে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহপ্রকাশ করেছেন।

“এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হল আমাদের ব্যাপারে সমাজের যে নাক সিঁটকানো ভঙ্গিটি আছে, তাকে প্রশ্ন করা এবং ভেঙে দেওয়া। যে পাঁচজন লেখক এই অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন, তাঁরা বাদেও আমরা সমাজের বিভিন্ন অংশের আগ্রহী মানুষকে অনুরোধ করব এখানে আসার জন্য”, বলেন তিনি।

অফিসার ইন চার্জ (সাহিত্য আকাদেমি পূর্ব) মিহির সাহু বলেন এই অনুষ্ঠানের তারিখ এখনও পাকা হয়নি। “বাংলার রূপান্তরকামী লেখকদের সামনে নিয়ে আসার জন্য এই অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগকে সামনে রেখেই সম্ভবত ভবিষ্যতে এই ধরনের আরও উদ্যোগের সাক্ষী থাকব আমরা”, বলেন তিনি।

এই অনুষ্ঠানের অন্যতম অংশগ্রহণকারী অঞ্জলী মন্ডল বলেন তিনি তাঁর নিজের লেখা কবিতা আবৃত্তি করবেন।

“আমার মনে হয়, রূপান্তরকামীদের নিয়ে সাধারণ মানুষের মনোভাবের কিছুটা পরিবর্তন হয়েছে। যদিও এখনও অনেকটা পথ এগোনোর আছে। আমরা নিজেদের পরিচয় দিতে কখনওই লজ্জা পাই না। এর সঙ্গে এটাও বলার যে, কোনও মানুষেরই আমাদের অয়থা উত্যক্ত করার অধিকার নেই। জুলাই মাসে হতে চলা এই সাহিত্য অনুষ্ঠানটিতে আমাদের জীবনের বিভিন্ন অংশ নিয়েই আলোচনা হবে। আমাদের কথা ভেবেই এই অনুষ্ঠান”। বলেন অঞ্জলী মন্ডল।


(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.