শামির বিরুদ্ধে চেক বাউন্সের অভিযোগ করেছেন তাঁর স্ত্রী
কলকাতা: চেক বাউন্স করে গিয়েছিল ভারতীয় পেসার মহম্মদ শামির। বুধবার কলকাতার আদালত তাঁর নামে শমন জারি করল৷ শামির বিরুদ্ধে চেক বাউন্সের অভিযোগ করেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান।
আগামী ১৫ জানুয়ারির মধ্যে আদালতে হাজিরা দিতে হবে শামিকে। আলিপুরের বিচার বিভাগীয় আদালতের ম্যাজিস্ট্রেট মহম্মদ জাফর পারভেজ জানান, চেক বাউন্সের অভিযোগের ফলে আদালতে এই নিয়ে দু'বার হাজিরা দেওয়ার কথা থাকলেও আসেননি ভারতীয় পেসার। এর ফলে গ্রেফতার করা হতে পারে মহম্মদ শামিকে।
এনআই অ্যাক্টের অধীনে শামির বিরুদ্ধে এই মামলা করেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। গত অক্টোবর মাসেও আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল শামির। ওই সময় তিনি আদালতে হাজিরা দিতে আসেননি। বুধবারে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। আজও তিনি এলেন না।
শামির আইনজীবীর বহু আবেদন নাকচ করে দিয়ে আদালত জানায়, সবার ক্ষেত্রেই আইন সমান। আগামী ১৫ জানুয়ারিতে হাজিরা না দিকে শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।