This Article is From Jun 15, 2020

সেজেগুজে তৈরি ফুলবাগান মেট্রো স্টেশন, ছবি সহ টুইট করলেন রেলমন্ত্রী

East-West Metro: দীর্ঘ ২৬ বছর পরে ফের পাতালে নতুন একটি স্টেশন তৈরি হয়েছে

সেজেগুজে তৈরি ফুলবাগান মেট্রো স্টেশন, ছবি সহ টুইট করলেন রেলমন্ত্রী

ফুলবাগান মেট্রো স্টেশনের ছবি দিয়ে টুইট করলেন রেলমন্ত্রী

হাইলাইটস

  • কলকাতার নতুন মেট্রো স্টেশন ফুলবাগান
  • রেলমন্ত্রী ছবি দিয়ে টুইট করেছেন
  • ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের নতুন এই স্টেশন
কলকাতা:

ইস্ট ওয়েস্ট মেট্রো (East-West Metro) প্রকল্পের উদ্বোধন হয়েছে কয়েক মাস আগেই। আপাতভাবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ৪.৮৮ কিলোমিটার চলাচল করছে এই মেট্রো (Kolkata Metro)। আগামী দু বছরের মধ্যে পুরো ১৬.৫ কিলোমিটার পথ তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়ে জোরকদমে কাজ চলছে। এরই মধ্যে তৈরি হয়ে গেছে ফুলবাগান (Phool Bagan Metro Station) মেট্রো স্টেশনটি। দীর্ঘ ২৬ বছর পরে ফের পাতালে নতুন একটি স্টেশন একেবারে সেজেগুজে প্রস্তুত হয়ে রয়েছে। সেই ছবিই টুইটে পোস্ট করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল। ঝাঁ চকচকে সেই স্টেশন দেখলে এই করোনা পরিস্থিতিতেও হয়তো আপনার মন একটু হলেও ভালো হয়ে যেতে পারে।

তাই আর দেরি না করে দেখে নিন, কলকাতা মেট্রোর নতুন এই স্টেশনের ছবি:

এই হল ফুলবাগান স্টেশনের ভিতরের ছবি:

jjf6a9u

lliv4h3o

  ও হ্যাঁ, মেট্রো স্টেশনে ঢুকতে হলে তো আপনাকে টিকিট কাটতেই হবে। তাই দেখে নিন টিকিটঘরের ছবিটিও:

qmppvcko

স্টেশনে প্রবেশের দ্বারটিও দেখে নিন এবার:

ekvkpngo

দু'দিন আগেই মেট্রো রেলের নিরাপত্তা বিশেষজ্ঞের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল ফুলবাগান মেট্রো স্টেশনের সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন। এরপরই রেলমন্ত্রী টুইট করেন, “কলকাতার পূর্ব পশ্চিম মেট্রো করিডোরের সম্প্রসারণের কাজ দ্রুত এগোচ্ছে। এই করিডোরের প্রথম মাটির নিচের স্টেশন হতে চলেছে ফুল বাগান। এই স্টেশনের মাধ্যমে শহরের অন্যান্য জায়গায় অসংখ্য যাত্রী খুব সহজেই যাতায়াত করতে পারবেন।”  

.