This Article is From Aug 23, 2018

বয়স নয় মনটাই বড় কথা! বুঝিয়ে দিল চার বছরের অপরাজিতা

বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে বয়স লাগে না! বড় কথা হৃদয়। সেটা আবার প্রমাণ হল।

বয়স নয় মনটাই বড় কথা! বুঝিয়ে দিল চার বছরের অপরাজিতা

সে চায় এই টাকা কেরালায় তারই মতো কোনও ছোট্ট শিশুর কাজে লাগুক।             

কলকাতা:

বিপন্ন  মানুষের পাশে দাঁড়াতে বয়স লাগে না! বড় কথা হৃদয়। সেটা আবার প্রমাণ হল। কেরালার সব  হারানো মানুষের পাশে এসে দাঁড়ালো চার বছরের একরত্তি শিশু। জন্মদিনে পাওয়া উপহারের টাকা দান করল সে। পছন্দের জামা কেনা হবে না। বাড়ি আসবে না সিডি প্লেয়ারও। কিন্তু তাতেও কিছুই যায়  আসে না যাদবপুরের অপরাজিতা সাহার। বাবা- মাকে সঙ্গে নিয়ে সোজা চলে গেল আলিমুদ্দিন স্ট্রিট।

তাও আবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কাছে। আর তারপর 14,800 টাকা তুলে  দিল তাঁর হাতে। সিপিএম সহ বাম দলগুলি কেরালার জন্য ত্রাণ সংগ্রহ করে চলেছে। আর তাই এগিয়ে এল ছোট্ট শিশু। পরে সাংবাদিকদের অনুরোধে ‘বাইট’ও দিল অপরাজিতা। আদো আদো গলায় জানাল সে চায় এই টাকা কেরালায় তারই মতো কোনও ছোট্ট শিশুর কাজে লাগুক।             

                        

.