লাইট এবং সাউন্ডের অদ্ভুত খেলা হাওড়া ব্রিজে।
কলকাতা: শনিবার সন্ধ্যায় লাইট এবং সাউন্ডের খেলায় মোহিত হয়ে উঠল হাওড়া ব্রিজ (Howrah Bridge) এলাকা। লকডাউন এবং সংক্রমণ আতঙ্কে রাজপথে লোক কম। সেভাবে নেই গাড়ির দেখা। ফলে দূষণ অনেকটাই কমে গিয়েছে। সেই ফাঁকে অনেক দূর থেকে এই লাইট-সাউন্ডের (Light and Sound) খেলা চাক্ষুস করতে পেরেছেন নাগরিকরা। জানা গিয়েছে। করোনা যোদ্ধাদের (Corona Warriors) সংবর্ধনা জানাতে এই উদ্যোগ নিয়েছিল কলকাতা পোর্ট ট্রাস্ট। এদিকে, ইউনেস্কো বিশ্বব্যাপী আন্তর্জাতিক আলো দিবস পালন করেছে। সেই দিনের কথা মাথায় রেখে হাওড়া ব্রিজের এই বন্দোবস্তকে জনস্বার্থে ব্যবহার করা হয়েছে। এমনটাই পোর্ট ট্রাস্ট সূত্রে খবর। কলকাতা পোর্ট ট্রাস্টের তরফে এই উদ্যোগের নাম দেওয়া হয়েছিল "ধন্যবাদ তোমাদের।" জানা গিয়েছে, আজ থেকে ৬০ বছর আগে মার্কিন ইঞ্জিনিয়ার থিওডর মাইমান লেজার আলোর বিচ্ছুরণের পরীক্ষামূলক গবেষণায় সাফল্য লাভ করেছিল। সেই থেকে ১৬ মে, আন্তর্জাতিক আলো দিবস হিসেবে পালন করছে ইউনেস্কো।
দেখুন এই সংক্রান্ত টুইট:
অপশক্তি দূর করে, বিশ্বব্যাপী বৈজ্ঞানিক ভিত্তির প্রভাব প্রতিষ্ঠিত করতে ইউনেস্কোর এই উদ্যোগ। গত সপ্তাহেি কবিগুরুর ১৫৯তম জন্মদিন পালনে জ্বলে উঠেছিল হাওড়া ব্রিজের লাইট আর সাউন্ড। .