This Article is From Jun 15, 2020

দুই শিশুকে ৫ তলা থেকে ছুঁড়ে ফেলে দিল প্রতিবেশী, ২ বছরের শিশুর মৃত্যু

Man throws children: জানা গেছে, যে শিশুটি মারা গেছে তার বাবার সঙ্গে বহু বছর ধরেই ঝামেলা চলছিল অভিযুক্ত ব্যক্তির

দুই শিশুকে ৫ তলা থেকে ছুঁড়ে ফেলে দিল প্রতিবেশী, ২ বছরের শিশুর মৃত্যু

Kolkata: রাগের মাথার ৫ তলা থেকে ৩ শিশুকে ছুঁড়ে ফেলে দিল প্রতিবেশী (প্রতীকী চিত্র)

হাইলাইটস

  • কলকাতার বড়বাজার এলাকায় দুই শিশুকে ছুঁড়ে ফেলা হল ছাদ থেকে
  • রাগের মাথায় শিশুদের ছুঁড়ে ফেললেন প্রতিবেশী, ১ শিশুর মৃত্যু, অন্যজন আহত
  • অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ
কলকাতা:

মধ্য কলকাতার (Kolkata) বড়বাজার (Burrabazar) এলাকায় একটি বহুতল থেকে দুই শিশুকে ছুঁড়ে ফেলে দিল বছর পঞ্চান্নর এক ব্যক্তি। রবিবারের ওই ঘটনায় ২ বছরের শিশুটির ঘটনাস্থলেই মৃত্যু (Man throws children) হয়েছে এবং বছর ছয়েকের আরেক শিশুটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। জানা গেছে, যে শিশুটি মারা গেছে তার বাবার সঙ্গে বহু বছর ধরেই ঝামেলা চলছিল অভিযুক্ত ব্যক্তির। সেই কারণেই ওই ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ৫ তলার বারান্দায় খেলছিল ওই শিশুরা। তখনই ওই ব্যক্তি এসে দুই শিশুকে ওপর থেকে ছুঁড়ে ফেলে দেয়। ২ বছরের শিশুটির অত ওপর থেকে পড়ে সঙ্গেসঙ্গেই মৃত্যু হয়। আর ৬ বছরের শিশুটি কোনওক্রমে রেলিং ধরে প্রাণে রক্ষা পেলেও মারাত্মকভাবে জখম হয় সেও। 

"বিজেপির মুখপাত্রের মতো কথা বলছেন রাজ্যপাল", অভিযোগ ডেরেক ও'ব্রায়েনের

ওই ঘটনা সম্পর্কে কলকাতা পুলিশের অপরাধ শাখার যুগ্ম কমিশনার মুরলিধর শর্মা জানিয়েছেন, "২ বছর এবং ৬ বছর বয়সী দুটি ছেলে ৫ তলার ওপর থেকে পড়ে গেছিল বা তাদের ফেলে দেওয়া হয়েছিল। শিশুদের উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যাওয়ার পর ২ বছরের শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়"।

শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্যে চলা শুরু করল লোকাল ট্রেন

স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দুই শিশুর পরিবারের সদস্যরাও অভিযোগ করেছেন যে, অভিযুক্ত ব্যক্তি ওই দুই শিশুকে বাড়িটির ছাদ থেকে ফেলে দিয়েছিল।

এবিষয়েও মুরলিধর শর্মা বলেন, "ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

প্রাথমিক তদন্তে জানা গেছে যে গ্রেফতার হওয়া ব্যক্তির সঙ্গে মৃত শিশুটির বাবার প্রায় পনেরো বছর ধরে ঝামেলা চলছে। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.