ময়দান স্টেশন থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল
কলকাতা: ফের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল কলকাতা মেট্রোতে। মেট্রোর এক মুখপাত্র আজ জানান, গিরীশ পার্ক স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। যার ফলে ভূগর্ভে আজ দুপুরে প্রায় চল্লিশ মিনিট ধরে বন্ধ ছিল মেট্রো পরিষেবা। আপ লাইনে গিরীশ পার্ক স্টেশনে ট্রেনটি ঢোকার মুখেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি লাইনে ঝাঁপ দেন। প্রায় অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে যান তিনি। পুলিশের এক কর্মকর্তা জানান, ওই ব্যক্তি প্রাণে বেঁচে গেলেও জখম হয়েছেন।
তাঁকে লাইন থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার ফলে বিকেল তিনটে তেত্রিশ মিনিট থেকে বিকেল চারটে তেরো পর্যন্ত বন্ধ ছিল মেট্রো পরিষেবা। যদিও, শহরের দক্ষিণ প্রান্তে ময়দান স্টেশন থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল ওই সময়।