Kolkata Metro: তবে বাড়ির একাংশ ভেঙে পড়লেও কোনও আহত হওয়ার খবর মেলেনি। (ফাইল)
কলকাতা: কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro Kolkata) কাজ চলাকালীন ফের অঘটন। ভেঙে পড়ল মেট্রো প্রকল্প এলাকার পাশের একটি বাড়ির কিছুটা অংশ। মেট্রো (Kolkata Metro) আধিকারিকরা জানিয়েছেন, কলকাতার বৌবাজার এলাকায় চলতি মেট্রো প্রকল্পের সুড়ঙ্গে খোঁড়াখুঁড়ির সময় পাশেই একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়ে। তবে ওই ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গেছে।
যদিও কলকাতা মেট্রো রেলের একজন প্রবীণ আধিকারিক জানিয়েছেন যে ওই বাড়িটি এমনিতেই ভগ্নপ্রায় অবস্থায় ছিল।
২০৩৫ সালে কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা ব্যবহার করবেন দৈনিক ১০ লক্ষ মানুষ
তিনি এও জানিয়েছেন, ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়াখুঁড়ি সংক্রান্ত কাজের জন্যে সংলগ্ন অঞ্চলের বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের আগেই স্থানীয় হোটেলে স্থানান্তরিত করা হয়। ফলে বাড়ির একাংশ ভেঙে পড়লেও এড়ানো গেছে হতাহতের ঘটনা।
ইস্ট ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রানে ধরা পড়ল না কোনও সমস্যা
"আমরা কাজের সময় যে অংশটি ক্ষতিগ্রস্থ হয়েছে সে অংশটি পুনর্গঠন করব এবং এই কাজের ফলে আশেপাশের যেসব বাড়িতে ফাটল দেখা গেছে সেগুলিও মেরামত করব," বলেন মেট্রো রেলের ওই আধিকারিক।
নতুন মেট্রো করিডোরটি কলকাতার বেশিরভাগ জনবহুল অঞ্চলের মধ্য দিয়ে গেছে, যেখানে অনেকগুলি পুরানো বাড়ি রয়েছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)