This Article is From Feb 13, 2019

থার্ড রেলে বিদ্যুৎ সরবরাহ আচমকা বন্ধ, ব্যাহত মেট্রো চলাচল

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ অফিসার ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, থার্ড রেলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়াতেই এই সমস্যার সৃষ্টি হয়।

থার্ড রেলে বিদ্যুৎ সরবরাহ আচমকা বন্ধ, ব্যাহত মেট্রো চলাচল

যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়। (ছবি প্রতীকী)

কলকাতা:

ফের সমস্যার সম্মুখীন কলকাতা মেট্রো! বুধবার দমদম ও বেলগাছিয়া লাইনের মধ্যে আচমকা বন্ধ হয়ে বিদ্যুৎ সরবরাহ। দাঁড়িয়ে পড়ে কবি সুভাষগামী ট্রেন। বেশ খানিকক্ষণ ব্যাহত থাকে ট্রেন চলাচল। মেট্রো কর্তৃপক্ষ জানায়, থার্ড রেলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়াতেই এই চরম বিপত্তি। ঝামেলা শুরু হওয়ার পরেই ধীরে ধীরে বের করে আনা হয় যাত্রীদের। ওই সময় কবি সুভাষ থেকে গিরীশ পার্ক স্টেশনের মধ্যে ট্রেন চলাচল করতে থাকে। ঘটনাস্থলে তড়িঘড়ি পরিদর্শনে যান মেট্রো রেলের পদস্থ কর্তারা। এছাড়াও ছিলেন আরপিএফ কর্তারা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। কলকাতা পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শনে যায়।

তুমুল ঝগড়ার জের, নিউটাউনে মায়ের গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিল ১৭ বছরের ছেলে

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ অফিসার ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, থার্ড রেলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়াতেই এই সমস্যার সৃষ্টি হয়। যেহেতু, থার্ড রেল থেকেই বিদ্যুৎ সংগ্রহ করে চলতে থাকে মেট্রো, তাই ওই স্থানটিতে বৈদ্যুতিক সরবরাহ বন্ধ হওয়ার মানে খুব স্বাভাবিকভাবেই মেট্রোর চলাচলও বন্ধ হয়ে যাবে। সেটাই ঘটেছে। তবে, এই কারণে কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীদের নিরাপদে বের করে আনা হয় প্রায় সঙ্গে সঙ্গেই। 

.