This Article is From Jul 04, 2018

KOLKATA NEWS: আজ স্বামী বিবেকানন্দের 116 তম মৃত্যুবার্ষিকী

''হিন্দুত্বের অর্থ কি তা পৃথিবীর লোককে জানিয়েছিলেন তিনি : বিশ্বব্যাপী ভাতৃত্বের বোধ,'' বলেছন মুখ্যমন্ত্রী। 

KOLKATA NEWS: আজ স্বামী বিবেকানন্দের 116 তম মৃত্যুবার্ষিকী
কলকাতা:

আজ স্বামী বিবেকানন্দের 116 তম মৃত্যু বার্ষিকী। সেই উদ্দেশ্যে আজ তাঁকে স্মরণ করে রাজ্য বাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যবাসীকে তাঁর দর্শন অনুসরণ করে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।

''মহান দার্শনিক স্বামী বিবেকানন্দ আজকের দিনেই পরলোক গমন করেছিলেন।এই পবিত্র তিথিতে আমরা তাঁকে স্মরণ করছি। আমাদের তাঁর দেখানো পথে কঠোর পরিশ্রম করেই চলা উচিত'' টুইটারে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

1902 সালের 4 ঠা জুলাই স্বামী বিবেকানন্দ পরলোক গমন করেছিলেন। সমাজে আধ্যাত্মিক চেতনার আলো প্রজ্জ্বলিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

প্রাচ্যের দেশ গুলিকে বেদান্ত দর্শনের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। গরিবদের সাহায্য করার উদ্দেশ্যে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন গড়ে তুলেছিলেন। 

''হিন্দুত্বের অর্থ কি তা পৃথিবীর লোককে জানিয়েছিলেন তিনি : বিশ্বব্যাপী ভাতৃত্বের বোধ,'' বলেছন মুখ্যমন্ত্রী। 

  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.