Edited by Indrani Halder | Monday April 06, 2020, কলকাতা
রাজ্য তথা দেশের মানুষের হাতে কম দামে যথেষ্ট সুরক্ষা সহ করোনা (Coronavirus) মাস্ক তৈরিতে এবার এগিয়ে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সহজলভ্য উপকরণ দিয়েই ওই মাস্ক তৈরি করছেন বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) গবেষকরা। এক বিবৃতিতে জানানো হয়েছে, যাদবপুরের সেন্টার ফর অ্যাপ্রোপ্রিয়েট সোশ্যাল টেকনোলজিসের অধ্যাপক-গবেষকরা বাড়িতে বসেই সস্তায় মাস্ক তৈরির বিষয়ে পরীক্ষা নিরিক্ষা চালিয়েছেন। এরপরেই একটি ত্রিস্তরীয় মাস্ক তৈরি করতে পেরেছেন তাঁরা। ওই মাস্কের বাইরের স্তর দুটো পলিপ্রোপিলিন ফ্যাব্রিক দিয়ে তৈরি, আর ভিতরের দিকের অংশটি একটি তুলোর তোয়ালে অভ্যন্তরীণ অংশ দিয়ে প্রস্তুত করা হয়েছে।