Edited by Indrani Halder | Wednesday April 22, 2020, কলকাতা
Covid-19 মহামারী রুখতে দেশে আগামী ৩ মে পর্যন্ত জারি রয়েছে লকডাউন (Coronavirus Lockdown)। বন্ধ রয়েছে কলকারখানা, দোকানপাট, বন্ধ গণপরিবহণও। ফলে পশ্চিমবঙ্গেও (West Bengal) বহু জিনিস অমিল। এই যেমন লকডাউনের কারণে পশ্চিম মেদিনীপুরের একটি গ্রামে ধারেকাছের কোনও ওষুধের দোকানেই পাওয়া যায়নি হেপাটাইটিস-বি (Hepatitis-B) রোগের প্রয়োজনীয় একটি ওষুধ, ফলে সাংঘাতিক সমস্যায় পড়েন ওই রোগে আক্রান্ত এক রোগী।