This Article is From Mar 02, 2020

অমিত শাহর সভায় যাওয়ার সময় ‘গোলি মারো’ স্লোগান, গ্রেফতার তিন বিজেপি সমর্থক

রবিবার অমিত শাহর সভায় যোগ দিতে যাওয়ার সময় রাজ্য বিজেপির একদল সদস্য ‘‘দেশকে গদ্দারো কো, গোলি মারো...’’ স্লোগান তুলতে থাকেন।

রবিবার কলকাতায় জনসভায় বক্তৃতা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

হাইলাইটস

  • রবিবার কলকাতায় এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
  • তাঁর সভায় যাওয়ার সময় ‘গোলি মারো’ স্লোগান দেওয়ার অভিযোগ সমর্থকদের বিরুদ্ধে
  • রবিবার রাতে এই অভিযোগে গ্রেফতার তিন সমর্থক

রবিবার কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সভায় যোগ দিতে যাওয়ার সময় ‘‘দেশকে গদ্দারো কো, গোলি মারো...'' (Goli Maro) স্লোগান তোলার জন্য তিন বিজেপি (BJP) সমর্থককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতা পুলিশের এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক জানান, ‘‘উস্কানিমূলক এই স্লোগান দেওয়ার বেআইনি কাজ করেছেন বিজেপি সমর্থকরা।'' রবিবার নিউ মার্কেট থানায় এক ব্যক্তি অভিযোগ দায়ের করার পুর পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করে। তাঁদের নাম ধ্রুব বসু, পঙ্কজ প্রসাদ ও সুরেন্দ্রকুমার তিওয়ারি। রবিবার রাতে তাঁদের গ্রেফতার করা হয়।

ওই আধিকারিক বলেন, ‘‘ওই যুবকদের চারটি ধারায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দু'টি ধারা জামিন-অযোগ্য। আজই তাঁদের আদালতে তো‌লা হবে।''

রবিবার অমিত শাহর সভায় যোগ দিতে যাওয়ার সময় রাজ্য বিজেপির একদল সদস্য ‘‘দেশকে গদ্দারো কো, গোলি মারো...'' স্লোগান তুলতে থাকেন। এসপ্ল্যানেডের ময়দান মার্কেটের কাছে তাঁদের ওই স্লোগান দিতে শোনা যায়।

রাজ্য বিজেপি অবশ্য এমন স্লোগান দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তাদের মতে, এসবই তৃণমূলের কারসাজি, কোনও বিজেপি কর্মী এমন স্লোগান দেননি।

এই স্লোগানটি এর আগে দিল্লি বিধানসভা নির্বাচন ও সিএএ-র সমর্থনে মিছিলের সময় শোনা গিয়েছে। তখন থেকেই এই স্লোগানটিকে উস্কানিমূলক স্লোগান হিসেবে অভিযোগ তোলা হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.