ওই সংস্থার সঙ্গে এম নাগেশ্বর রাও-এর স্ত্রী’র যোগাযোগ আছে বলেও অভিযোগ উঠেছে।
কলকাতা: গত রবিবার সিবিআই হানা দিয়েছিল কলকাতা পুলিশের কমিশনার বাড়িতে। সেই হানা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য তথা দেশের রাজনীতি। শুক্রবার কলকাতা পুলিশের ১৫ জনের একটি দল হানা দিল শহরের দুটি ভিন্ন সংস্থায়। যে সংস্থা দুটির সঙ্গে যুক্ত আছেন সিবিআই-এর প্রাক্তন অধিকর্তা এম নাগেশ্বর রাও, এমন অভিযোগ ছিল। সেই অভিযোগের সূত্র ধরেই শুক্রবার সল্টলেকের অ্যাঞ্জেলিনা মার্সেন্টাইল প্রাইভেট লিমিটেডে হানা দেয় কলকাতা পুলিশ। যে সংস্থার সঙ্গে এম নাগেশ্বর রাও-এর স্ত্রী'র যোগাযোগ আছে বলেও অভিযোগ উঠেছে। ওই সংস্থা ছাড়াও কলকাতা পুলিশের দলটি অন্য একটি সংস্থাতেও হানা দেয়।
যদিও, সংবাদসংস্থা এএনআই-এর মুখোমুখি হয়ে এই পুলিশি হানার ঘটনাকে ‘চক্রান্ত' বলে উড়িয়ে দিয়েছেন প্রাক্তন সিবিআই অধিকর্তা। তাঁর মতে, এই পুরো ঘটনাটিই একটি চেনা ছাঁচে পড়ে গিয়েছে। যে ছাঁচটি আসলে চক্রান্তের। ওয়াকিবহালমহলের মতে, কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানা এবং তৎপরবর্তী একের পর এক ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন নাগেশ্বর রাও।