This Article is From Jan 06, 2019

হাওড়া ব্রিজের মাথায় উঠে আত্মহত্যার হুমকি, পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল যুবকের

৩০ বছর বয়সী ওই যুবকের নাম হেমন্ত গোহাঁই। ডিব্রুগড়ের বাসিন্দা।

হাওড়া ব্রিজের মাথায় উঠে আত্মহত্যার হুমকি, পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল যুবকের

শেষমেশ রাত আটটা নাগাদ নিচে নামানো হয় ওই যুবককে। ছবিঃ সুরজিৎ ঘোষ

কলকাতা:

ফের হাওড়া ব্রিজের মাথায় উঠে গেল একজন। তাঁকে ব্রিজের ওপর থেকে বহু কসরতের পর প্রায় তিনঘন্টা বাদে নিচে নামাতে পারল কলকাতা পুলিশ। ৩০ বছর বয়সী ওই যুবকের নাম হেমন্ত গোহাঁই। ডিব্রুগড়ের বাসিন্দা। তিনি হাওড়া ব্রিজের ওপরে উঠে গিয়ে আত্মহত্যা করার হুমকি দিতে থাকেন। গড়গড় করে করে যেতে থাকেন একের পর এক দাবি। ভাঙা ভাঙা বাংলায় করা সেই দাবিগুলোর মধ্যে বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে দেখা করার কথা থেকে শুরু করে বিভিন্ন পদ খাওয়া অবধি ছিল অনেককিছুই। বিকেল পাঁচটার কিছু আগে তিনি উঠে যান হাওড়া ব্রিজের শীর্ষে। জানান নর্থ পোর্ট থানার ওসি পার্থ মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে কথা চালাতে চালাতেই রিভার ট্র‍্যাফিক পুলিশ প্রস্তুত হয়ে যায়। নিয়ে আসা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি বড় দলকেও। 

নানাভাবে বুঝিয়ে শেষমেশ রাত আটটা নাগাদ নিচে নামানো হয় ওই যুবককে। সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় সেই সময়। ওই যুবক মানসিক বিকারগ্রস্থ বলে মনে করছে পুলিশ। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

.