This Article is From Feb 25, 2020

১ মার্চ শহিদ মিনারে অমিত শাহের জনসভায় সম্মতি কলকাতা পুলিশের

শহিদ মিনারের সামনে ওই জনসভা আয়োজিত হবে। সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পেশ করার জন্য অমিত শাহকে সংবর্ধিত করা হবে বলে দলীয় সূত্র জা‌নিয়েছে।

১ মার্চ শহিদ মিনারে অমিত শাহের জনসভায় সম্মতি কলকাতা পুলিশের

অমিত শাহকে জনসভার অনুমতি কলকাতা পুলিশ

হাইলাইটস

  • অমিত শাহের জনসভায় মঙ্গলবার অনুমতি দিল কলকাতা পুলিশ
  • ১ মার্চ ওই জনসভা অনুষ্ঠিত হবে শহিদ মিনার চত্বরে
  • স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি অমিত শাহর দ্বিতীয় কলকাতা সফর হতে চলেছে

১ মার্চ কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) জনসভায় মঙ্গলবার অনুমতি দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। সোমবারই রাজ্য বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হয়েছিল, অনুমতি দিতে বিলম্ব করা হচ্ছে। এদিন এক সিনিয়র পুলিশ আধিকারিক জানান, ‘‘১ মার্চ  জনসভার অনুমতি দেওয়া হয়েছে বিজেপিকে।'' গেরুয়া শিবির সূত্র থেকে জানা যাচ্ছে, গত ২০ ফেব্রুয়ারি জনসভার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন করে রাজ্য বিজেপি। অবশেষে অনুমতি মিলল। বিজেপির রাজ্য সচিব রথীন্দ্র বসু জানাচ্ছেন, সময়মতো অনুমতি মিলে যাওয়ায় এবার সভার প্রস্তুতি অনায়াসে নেওয়া যাবে। তিনি জানান, ‘‘এটা একটা মেগা ইভেন্ট হতে চলেছে।''

শহিদ মিনারের সামনে ওই জনসভা আয়োজিত হবে। থাকবেন রাজ্য স্তরের বিজেপি নেতারা। দলীয় সূত্রে জানা গিয়েছে, সেখানে সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পেশ করার জন্য অমিত শাহকে সংবর্ধিত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি অমিত শাহর দ্বিতীয় কলকাতা সফর হতে চলেছে। এর আগে গত ১ অক্টোবর নেতাজি ইনডোর স্টেডিয়ামে নাগরিকত্ব (সংশোধনী) বিল‌ নিয়ে বক্তৃতা দিয়েছিলেন অমিত শাহ।

এবিষয়ে তৃণমূল নেতা তাপস রায় অভিযোগ করেন, বিজেপি একটি নন-ইস্যুকে ইস্যু বানিয়ে তুলছে। জনসভার অনুমতি পেতে বিলম্ব নিয়ে তাঁর বক্তব্য, ‘‘ওরা আবেদন করছিল বৃহস্পতিবার। ভেবেছিল শুক্রবারই অনুমতি পেয়ে যাবে। এটা অসম্ভব।''

বর্ষীয়ান সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘আমরা কোনও অনুষ্ঠান বা সেমিনারের আবেদন করলে তা তৎক্ষণাৎ নাকচ করে দেওয়া হত। কিন্তু যেহেতু এটা বিজেপির অনুষ্ঠান তাই অনুমতি দেওয়া হল।''

গত সপ্তাহেই অনুমিত পেতে দেরি হচ্ছে অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু পুলিশের বক্তব্য ছিল, যা হবে তা নিয়ম মেনেই হবে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.