তাঁকে দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ পাঠল কলকাতা পুলিশ।
কলকাতা: বড়বাজার মামলায় (Burrabazar case) বিজেপি নেতা মুকুল রায়কে (Mukul Roy) জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠাল কলকাতা পুলিশ (Kolkata Police)। ৮০ লক্ষ টাকার লেনদেনের একটি মামলাই বড়বাজার মামলা নামে পরিচিত। এই ঘটনায় কোনও এক ব্যক্তির থেকে ৮০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে মুকুল রায়ের বিরুদ্ধে। এবার সেই ঘটনায় তাঁকে দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ (notice) পাঠাল কলকাতা পুলিশ।
চলতি বছরের ফেব্রুয়ারিতে, তৃণমূল নেতা সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় মুকুল রায়ের (Mukul Roy) আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। তবে তাঁকে তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা এহং সপ্তাহে একদিন বাড়ির সংলগ্ন থানায় হাজিরা দেওয়ারও নির্দেশ দেয় আদালত।
কিন্তু এবার মুকুল রায়কে ওই নোটিশ পাঠানোয় অস্বস্তিতে বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy) ।
২০১৭ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন মুকুল রায়।