ক্রমেই বাড়ছে করোনা আতঙ্ক।
হাইলাইটস
- করোনা আক্রান্ত সন্দেহে দুর্ব্যবহারের অভিযোগ ইন্ডিগো কর্মী তরুণীর
- কলকাতা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে
- দেশজুড়ে ক্রমেই বাড়ছে করোনা আতঙ্ক
দেশ জুড়ে ক্রমেই বাড়ছে করোনা (Coronavirus) আতঙ্ক। দেশের আরও বহু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মতো কলকাতা সহ এই রাজ্যেও চলছে লকডাউন (Lock down)। সকলকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে কেন্দ্র। গুজবে কান না দেওয়ারও আর্জি জানানো হয়েছে বারবার। এই অবস্থায় এক ইন্ডিগো (IndiGo) কর্মী তরুণী অভিযোগ জানালেন, তাঁর অঞ্চলের বাসিন্দারা তাঁকে করোনা আক্রান্ত সন্দেহ করে তাঁর সঙ্গে দুর্বব্যবহার করেছেন। এমনকী তাঁর মা'কেও স্থানীয় মানুষের দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে। স্থানীয় মুদিখানাও তাঁকে প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতে চায়নি। ওই তরুণী তাঁর পরিস্থিতির কথা জানিয়ে একটি ভিডিও টুইট করেন। সেখানে নিজের নিগ্রহের কথা বলতে বলতে ওই তরুণীকে রীতিমতো ভেঙে পড়তে দেখা যায়। তাঁর অভিযোগ, এমনকী স্থানীয় পুলিশও তাঁকে সহায়তা করেনি। সেই টুইটটি শেয়ার করেন সাংবাদিক তরুণ শুক্লা। খবর পেয়ে কলকাতা পুলিশ টুইট করে জানায়, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। টুইট করেন পুলিশ কমিশনার অনুজ শর্মাও।
কলকাতা পুলিশ টুইট করে জানায়, কয়েকজন সিনিয়র আধিকারিক ওই তরুণীর সঙ্গে কথা বলেছেন। এরপর তাঁরা সম্ভাব্য সমস্ত রকম সহায়তার জন্য স্থানীয় থানাকে নির্দেশ দিয়েছেন। এরপর কলকাতা পুলিশ জানায়, যাঁরা এই পরিস্থিতিতে নিজেদের জীবন বিপন্ন করে নিজেদের কর্তব্য পালন করছেন, তাঁদের প্রতি বৈষম্যমূলক আচরণ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
পরে কলকাতা পুলিশের সেই টুইটটি রিটুইট করে পুলিশ কমিশনার জানান, যাঁরা নিজেদের কর্তব্য করছেন, তাঁদের সঙ্গে এমন আচরণ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরে ওই তরুণী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বলে টুইট করেন তরুণ শুক্লা। এদিকে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনও টুইট করে ওই তরুণীকে সমর্থন জানিয়েছেন।