করোনা ভাইরাস নিয়ে ভুয়ো খবর ছড়ালে কড়া ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ।
হাইলাইটস
- করোনা নিয়ে ভুয়ো খবর ছড়ালে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি কলকাতা পুলিশের
- কলকাতা পুলিশের সাইবার শাখা ২৪ ঘণ্টা বিষয়টিকে নজরাধীন রেখেছে
- পুলিশ কমিশনার অনুজ শর্মা টুইট করে সকলকে গুজবে কান না দিতে অনুরোধ করেছেন
করোনা ভাইরাস সম্পর্কে যারা সোশ্যাল মিডিয়ায় ভুল খবর ছড়াবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিল কলকাতা পুলিশ। এক সিনিয়র পুলিশ আধিকারিক জানাচ্ছেন, কলকাতা পুলিশের সদর দফতর ছাড়াও অন্যান্য থানাতেও এর জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। ওই আধিকারিক বলেন, ‘‘ভুয়ো খবর ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ধরনের বিষয়কে হালকা ভাবে নিচ্ছি না। এটা আপৎকালীন পরিস্থিতি। এই পরিস্থিতিতে মিথ্যে ও ভুয়ো খবর মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে।''
তিনি আরও বলেন, কলকাতা পুলিশের সাইবার শাখা ২৪ ঘণ্টা বিষয়টিকে নজরাধীন রেখেছে।
শত্রু করোনায় কাহিল ভারতীয় সেনাও, "করোনা ভাইরাস পজিটিভ" সেনা আধিকারিকের
ওই পুলিশ আধিকারিক আরও বলেন, ‘‘বিশেষ অভিযানের মাধ্যমে আমাদের আধিকারিকরা জনতাকে বোঝাবেন কীভাবে ভুয়ো খবর ছড়ালে তা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষতি হতে পারে এবং বিভ্রান্তি ছড়াতে পারে। ওই আধিকারিকরা অসমর্থিত তথ্য বা ছবি ফরোয়ার্ড করা থেকে সকলকে বিরত থাকার কথা জানাবেন। সমস্ত থানায় এবিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।''
পুলিশ কমিশনার অনুজ শর্মা টুইট করে জানান, ‘‘গুজবে কান দেবেন না। বিশ্বাস করার আগে তথ্য যাচাই করে নিন। কোবিড-১৯ সংক্রমণ এড়াতে সমস্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে। সুরক্ষিত থাকুন। সুস্থ থাকুন।''
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)