কলকাতায় পরিশ্রুত জল সরবরাহ দৈনিক ২ কোটি গ্যালন বাড়তে চলেছে। বৃহস্পতিবার একথা জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Haki)। এদিন তিনি উত্তর ২৪ পরগনার পলতায় (Palta) একটি নতুন ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করেন। সেখানেই একথা জানান মেয়র। ৪৬.৯ কোটি টাকার এই প্লান্ট ‘পলতা ওয়াটার ওয়ার্কস'-এর ক্ষমতা ২৬২ মিজিডি পর্যন্ত বাড়াবে। পাশাপাশি এই নতুন প্লান্ট উত্তর ও মধ্য কলকাতার মানুষদেরও উপকার করবে বলে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে।
এদিন প্লান্টটির উদ্বোধন করে ফিরহাদ হাকিম হুগলি নদীকে বাঁচানোর আর্জি জানান। প্রসঙ্গত, হুগলি নদীই শহরের জল্রে অন্যতম প্রধান উৎস।
ফিরহাদ হাকিম বলেন, ‘‘বর্তমানে প্রতি গ্যালন পরিশ্রুত জলের মূল্য ৮ টাকা। কেন্দ্র ও অন্যান্য তরফে কলকাতায় জলকর বসানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, তারা কোনও রকম জলকর বসাবে না।''
১৮৬৮ সালে স্থাপিত ‘পলতা ওয়াটার ওয়ার্কস' কলকাতায় পরিশ্রুত জল সরবরাহের প্রথম ট্রিটমেন্ট প্লান্ট। সেই সময় হুগলি নদী থেকে বাষ্পীয় ইঞ্জিনের পাম্প দ্বারা জল তোলা হত। পরে এটিকেই গড়ে তোলা হয় ‘পলতা ইন্দিরা গান্ধি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট' হিসেবে।
বর্তমানে কলকাতা পুরসভা বিভিন্ন ট্রিটমেন্ট প্লান্ট থেকে প্রায় ৫০০ এমজিডি জল পরিশ্রুত করে দৈনিক।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)